প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে ৩৫ নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্নের ১০টি থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। ১ নং প্রশ্নের ১০টি যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। ২ নং আবশ্যিক প্রশ্নটি হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে ১০টির মধ্যে ৫টি থাকবে যোগ্যতাভিত্তিক। চার-প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি থেকে একটি সমস্যা থাকবে যোগ্যতাভিত্তিক, যা আবশ্যিক। আর গড় সম্পর্কিত সমস্যা থেকে আরও একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে এবং সেটিও আবশ্যিক।


যোগ্যতাভিত্তিক ১ নং প্রশ্নের নমুনা:
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
i) ১১১২-কে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
ক. ১১৮৮০    খ. ১১৮০৮০      গ. ১১০০৮৮      ঘ. ৮৮১১০০
ii) ৯৯০০০-কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
ক. ৯৯          খ. ৯৯০           গ. ৯৯০০                     ঘ. ৯৯.০
iii) তিনটি আমগাছের প্রতিটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে—তা বের করতে নিচের কোনটি অনুসরণ করবে?
ক. ৩ + ৮ – ৪                     খ. ৮ – ৩ গু ৪
গ. (৮ + ৩) – ৪                   ঘ. (৩ – ৮) গু ৪
iv) একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান ৪৮, ৫২, ৫৩। গড়ে তিনি কত রান করেছেন?
ক. ৪১ রান     খ. ৪৯ রান        গ. ৫০ রান        ঘ. ৫১ রান
v) ৬০-এর মৌলিক গুণনীয়কে প্রকাশ কোনটি?
ক. ২–৩০      খ. ৩০–২          গ. ২–৩–১০     ঘ. ২–২–৩–৫
vi) নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?
ক. ২ – ক = ১৬ – ৮                  খ. ২ – ৪ = ১৬ – ৮
গ. ১ + ২ +৩ + ৪ = ১০            ঘ. ১০০গু২ = ৫০
vii) ০.১ – ০.০১ = কত?
ক. ০.০০১     খ. ০.০০০১           গ. ০.০১          ঘ. ১.০০০
viii) রাত ৯টা ১৫ মিনিটকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করলে হবে—
 ক. ৯টা ১৫ মিনিট                     খ. সোয়া ৯টা
গ. ২১টা ১৫ মিনিট                    ঘ. রাত ৯.১৫
ix) নিচের কোনগুলোর প্রতিটি কোণ সমকোণ?
ক. আয়ত ও রম্বস                      খ. রম্বস ও সামান্তরিক
গ. বর্গ ও আয়ত                        ঘ. বর্গ ও রম্বস
২। সংক্ষেপে উত্তর দাও ১×১০ = ১০
ক. ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
খ. একটি রুটিকে ভাগ করে আনিকা অংশ ও আয়রা অংশ নিল। কে বেশি রুটি নিল?
গ. একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?
ঘ. ৫ কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো।
ঙ. একটি ব্ল্যাকবোর্ডের আকার আয়তাকার হলে এর চার কোনায় কোন ধরনের কোণ রয়েছে?
চ. ভাগ কর: ৫৫.৩৬গু১০
ছ. কে শতকরায় প্রকাশ করো।
জ. ২০১২ সাল কি অধিবর্ষ? ঝ. শ্রেণি ব্যবধান কী?
ঞ. কম্পিউটারের মূল অংশ কয়টি?
যোগ্যতাভিত্তিক প্রাথমিক চার: প্রক্রিয়া দশমিক সম্পর্কিত নমুনা:
৩। ১০০টি লিচুর দাম ২০০ টাকা হলে এরূপ—
ক. ১টি লিচুর দাম কত? খ. ২৫টি লিচুর দাম কত?
গ. ৭৫টি লিচুর দাম কত?
ঘ. ১০ টাকায় কয়টি লিচু কেনা যাবে?
ঙ. ৫০ টাকায় কয়টি লিচু কেনা যাবে?
যোগ্যতাভিত্তিক গড় সম্পর্কিত সমস্যার নমুনা:
৫। তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪। এদের সাতটি সংখ্যার গড় ১৭২ হলে—

ক. সাতটি সংখ্যার যোগফল কত? খ. অন্য ছয়টি সংখ্যার যোগফল কত? গ. ছয়টি সংখ্যার গড় কত? ঘ. তেরোটি সংখ্যার গড় কত? ঙ. সাতটি সংখ্যার যোগফল ও ছয়টি সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত?

Post a Comment