সংক্ষেপে উত্তর:


প্রশ্ন: নীল আকাশে কী পাখা মেলে?
উত্তর: পায়রা শান্তির প্রতীক। স্বাধীনতার প্রতীক। এ দেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর শত্রুমুক্ত হয়। এ দেশের আকাশও মুক্ত হয়। স্বাধীন দেশের নীল আকাশে পায়রা পাখা মেলে।

প্রশ্ন: পরাজয়ের পর কী আসে?
উত্তর: আঁধারের পর যেমন আলো আসে। তেমনি পরাজয়ের পর জয় আসে।

প্রশ্ন: রৌদ্র কী লেখে?
উত্তর: রৌদ্র জয়ের প্রতীক। এ রৌদ্র বাঙালির জয় লেখে।

প্রশ্ন: দেশের মাটি কী হয়ে যায়?
উত্তর: মা আমাদের লালন-পালন করেন। আমাদের মানুষের মতো মানুষ করে তোলেন। মায়ের মতো দেশও আমাদের প্রকৃতির বুকে আশ্রয় দেয়। তাই দেশের মাটি মা হয়ে যায়।

প্রশ্ন: শহর গ্রাম পুড়ল কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: অনেক আগে বর্গিরা বাংলায় আক্রমণ করত। তারা মানুষ মারত। ধনসম্পদ লুট করত। যাওয়ার সময় শহর গ্রামে আগুন জ্বালিয়ে দিত। এই বর্গিদের মতো ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা এ দেশের শহর গ্রাম জ্বালিয়ে দিত। এভাবেই শহর গ্রাম পুড়ল।

প্রশ্ন: মুক্তিসেনাদের কথা মানুষ ভুলবে না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা এ দেশের মানুষের ওপর হঠাত্ আক্রমণ চালায়। শহর গ্রাম জ্বালিয়ে দেয়। মানুষকে নির্মমভাবে হত্যা করে। হানাদারদের এ অন্যায়ের প্রতিবাদ জানায় মুক্তিসেনারা। তারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। হানাদারদের পরাজিত করে এ দেশ থেকে তাড়িয়ে দেয়। এ কারণে মুক্তিসেনাদের মানুষ ভুলবে না।

প্রশ্ন: হানাদারদের নির্যাতন কেমন ছিল?
উত্তর: হানাদারদের অত্যাচার বর্গিদের নির্যাতনকেও হার মানিয়েছিল। হানাদাররা মা-বোনের সম্ভ্রমহানি করেছিল। লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছিল।

প্রশ্ন: হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিসেনার যুদ্ধ করার কারণ লেখো।
উত্তর: পশ্চিম পাকিস্তানের শাসকরা ছিল অত্যাচারী। তারা পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর বৈষম্যমূলক আচরণ করত। পূর্ব পাকিস্তানিদের কোনো স্বাধীনতা দিত না। এ দেশের ধনসম্পদও নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। এ দেশের মানুষকে ক্রীতদাস মনে করত। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানিরা এ দেশের ওপর আক্রমণ করে। বাঙালি জাতি তথা মুক্তিসেনারা সেদিন হানাদাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

Post a Comment