প্রিয় শিক্ষার্থীরা, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায়-২ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. ব্যবসায়ে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য অর্থায়নের উৎকৃষ্ট উৎস কোনটি?
ক. দীর্ঘমেয়াদি উৎস খ. স্বল্পমেয়াদি উৎস
গ. ধারে ক্রয় ঘ. শেয়ার বিক্রয়
২. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ বা ব্যয় ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট মুনাফা খ. মুনাফা গ. নিট মুনাফা ঘ. নিট সম্পদ
৩. কোনটি সঠিক?
ক. মোট মুনাফা – অর্থায়ন খরচ ও কর = নিট মুনাফা
খ. নিট মুনাফা + মোট মুনাফা = অর্থায়ন খরচ
গ. মোট মুনাফা + অর্থায়ন খরচ + কর = নিট মুনাফা
ঘ. নিট মুনাফা + অর্থায়ন খরচ = মোট সম্পত্তি
৪. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থসংস্থানের ক্ষেত্রে মূলত কয়টি উৎস থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. অসংখ্য
৫. যেকোনো ব্যবসায়ে মালিকপক্ষ কর্তৃক প্রদত্ত তহবিল—
ক. বহিঃস্থ তহবিল খ. বাহ্যিক অর্থায়ন
গ. অভ্যন্তরীণ তহবিল ঘ. স্বল্পমেয়াদি অর্থায়ন
৬. ‘ব্যাংক হতে ঋণ গ্রহণ’—এটি কীরূপ অর্থসংস্থান?
ক. স্বল্পমেয়াদি খ. অভ্যন্তরীণ গ. দীর্ঘমেয়াদি ঘ. বহিঃস্থ
৭. ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিলের উৎস কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৮. যৌথ মূলধনি কারবারে অর্থসংস্থানের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিল কোনটি?
ক. ঋণপত্র বিক্রির অর্থ খ. শেয়ার বিক্রির অর্থ
গ. মালিকের ব্যক্তিগত তহবিল ঘ. সাধারণ সঞ্চিতি তহবিল
৯. প্রাইভেট লি. কোম্পানির উদ্যোক্তা সদস্য কতজন?
ক. ২ থেকে ৫০ জন খ. ১ থেকে ১০০ জন গ. ৭ জন ঘ. অসীম
১০. কোম্পানির শেয়ার ক্রেতাদের বলা হয় কোম্পানির—
ক. মালিক/শেয়ারহোল্ডার খ. ঋণদাতা
গ. পাওনাদার ঘ. দেনাদার
১১. কোন উৎস থেকে অর্থায়নকৃত অর্থ পরিশোধ করতে হয় না?
ক. বহিঃস্থ খ. অভ্যন্তরীণ গ. স্বল্পমেয়াদি ঘ. দীর্ঘমেয়াদি
১২. ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে ভিন্ন করে রাখলে তাকে বলে—
ক. সাধারণ তহবিল খ. ঝুঁকি তহবিল
গ. দুর্যোগ তহবিল ঘ. সঞ্চিতি তহবিল
১৩. প্রতিবছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা রক্ষার জন্য কোন তহবিল সৃষ্টি করা হয়?
ক. সঞ্চিতি তহবিল খ. মালিকানা তহবিল
গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল ঘ. লভ্যাংশ প্রদান তহবিল
১৪. লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টির জন্য কোন উৎসের অর্থ ব্যবহার করা হয়?
ক. অবণ্টিত মুনাফা খ. লভ্যাংশ
গ. মালিকের ব্যক্তিগত তহবিল ঘ. ঋণকৃত অর্থ
১৫. মেয়াদের ভিত্তিতে বহিঃস্থ তহবিল কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৬. অর্থসংস্থানের স্বল্পমেয়াদি উৎসের মেয়াদকাল কত?
ক. ১ বছর খ. ২ বছর গ. ১ বছরের কম ঘ. ৬ মাস
১৭. কোন স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থসংস্থান করলে কোনো মূলধনি খরচ নেই?
ক. বাকিতে পণ্য ক্রয় খ. ব্যাংক ঋণ
গ. স্বল্পমেয়াদি ঋণ ঘ. মহাজনি ঋণ
১৮. মেয়াদপূর্তির পূর্বে প্রাপ্য বিল বা বিনিময় বিলের টাকা কীভাবে সংগ্রহ করা যায়?
ক. ব্যাংকে বাট্টা করে খ. জোর করে
গ. মামলা করে ঘ. বিল ফেরত দিয়ে
১৯. পণ্য ক্রেতার দৃষ্টিতে বিনিময় বিলকে কী বলে?
ক. প্রাপ্য বিল খ. প্রদেয় বিল গ. অঙ্গীকারপত্র ঘ. প্রত্যয়পত্র
২০. ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করা হলে তাকে কী বলে?
ক. প্রাপ্য বিল খ. অঙ্গীকারপত্র
গ. চাহিবামাত্র প্রদেয় ঋণ ঘ. প্রদেয় বিল।

ফিন্যান্স ও ব্যাংকিং: সঠিক উত্তর
১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ।

Post a Comment