ছন্দের মাধ্যমে সম্পূর্ণ পর্যায় সারণী মনে রাখার সবচেয়ে সহজ কৌশল..
নিঃসন্দেহে অনেকের জন্য রসায়নের এই পর্যায় সারণী একটি কঠিন এবং ভীতিকর বিষয়।আপনি যদি ভবিষ্যতে বিজ্ঞান শাখার থাকার পরিকল্পনা করেন তাহলে এই পর্যায় সারণী কোন উপায়ে বাদ দেওয়া যাবে না। কারন এর প্রয়োজনীয়তা বিজ্ঞানের প্রত্যেক শাখায় অনুভব করবেন। তাই, আপনাকে এই টপিক্স যেকোন উপায়ে মনে রাখতেই হবে। আপনি ব্যতিক্রমী না হলে আপনি কখনও সরাসরি এইগুলো মনে রাখতে পারবেন না।এই গুলো মনে রাখার জন্য আপনাকে কোন না কোন টেকনিক বা শর্টকাট ফলো করতেই হবে সেইটা নিজের তৈরি হোক বা ধার করাই হোক। অনেকে কষ্ট করে এই শর্টকাট তৈরি করে মুখস্ত করার সময় পায় না … তাদের জন্য আমার এই ই-বুক শিট।
আসুন নিচের প্রয়োজনীয় মৌলগুলোর নাম সহজভাবে মনে রাখি।
🎯নোটঃ -প্রয়োজনীয় মূর্হুতে 👓খুঁজে পেতে 👉টিউনটি শেয়ার করে এর লিংক সেইভ রাখুন.. না হলে পরে আবার খুঁজতে হবে ...
পর্যায় সারণীর গ্রুপ সমূহ
👇 গ্রুপ 1A
ক্ষার ধাতু:পর্যায় সারণিতে গ্রুপ- ১ -এ অবস্থিত মৌলসমূহ যেমন- Li,Na,K,Rb,Csএবং Fr ক্ষার ধাতু (alkali metal) বলা হয়। এরা প্রত্যেকেই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে। সর্ববহিঃস্থ শক্তিস্তরে অবস্থিত একমাত্র ইলেকট্রনটি প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে।
H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
হা লায় না কি রাবি-তে কাশ ফেলেছে
হালিনা কে রুবিনা ছেঁচে ফেলেছে
H =Hydrogen(হাইড্রোজেন)
Li = Lithium(লিথিয়াম)
Na =Sodium(সোডিয়াম)
K = Potassium(পটাশিয়াম)
Rb = Rubidium(রুবিডিয়াম)
Cs =Caesium(সিজিয়াম)
Fr = Francium(ফ্রান্সিয়াম)
👇 গ্রুপ 2A
মৃৎক্ষার ধাতু (ক্ষারীয় মৃত্তিকা) গ্রুপ- ২ -এ অবস্থিত Be থেকে শুরু করে Ra পর্যন্ত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা (alkaline earth meta) হয়। এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই। এদের অক্সাইড সমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এরাও সর্ববহিঃস্থ শক্তিস্তরের ২ টি ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে।
Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
বিধবা মহিলা কা সার বাসনে রাধে
বেয়াদব মাইয়াগো কাম শরীর বাইরে রাখা
Be =Beryllium (বেরিলিয়াম)
Mg =Magnesium (ম্যাগনেসিয়াম)
Ca =Calcium(ক্যালসিয়াম)
Sr =Stronsium(স্ট্রানসিয়াম)
Ba =Barium(বেরিয়াম)
Ra =Radium(রেডিয়াম)
এতো বড় ফাইল টিউন আকারে দেওয়া সম্ভব নয় তাই আপনাদের সুবিধার জন্য পিডিএফ বই ও এন্ড্রোয়েড অ্যাপ আকারে দিলাম ...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
এই বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে আসুন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
অনলাইনে পড়তে 🕮 বা লাইভ প্রিভিউ 👀 দেখতেঃ
আসুন নিচের প্রয়োজনীয় মৌলগুলোর নাম সহজভাবে মনে রাখি।
🎯নোটঃ -প্রয়োজনীয় মূর্হুতে 👓খুঁজে পেতে 👉টিউনটি শেয়ার করে এর লিংক সেইভ রাখুন.. না হলে পরে আবার খুঁজতে হবে ...
পর্যায় সারণীর গ্রুপ সমূহ
👇 গ্রুপ 1A
ক্ষার ধাতু:পর্যায় সারণিতে গ্রুপ- ১ -এ অবস্থিত মৌলসমূহ যেমন- Li,Na,K,Rb,Csএবং Fr ক্ষার ধাতু (alkali metal) বলা হয়। এরা প্রত্যেকেই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে। সর্ববহিঃস্থ শক্তিস্তরে অবস্থিত একমাত্র ইলেকট্রনটি প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে।
H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে
হা লায় না কি রাবি-তে কাশ ফেলেছে
হালিনা কে রুবিনা ছেঁচে ফেলেছে
H =Hydrogen(হাইড্রোজেন)
Li = Lithium(লিথিয়াম)
Na =Sodium(সোডিয়াম)
K = Potassium(পটাশিয়াম)
Rb = Rubidium(রুবিডিয়াম)
Cs =Caesium(সিজিয়াম)
Fr = Francium(ফ্রান্সিয়াম)
👇 গ্রুপ 2A
মৃৎক্ষার ধাতু (ক্ষারীয় মৃত্তিকা) গ্রুপ- ২ -এ অবস্থিত Be থেকে শুরু করে Ra পর্যন্ত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা (alkaline earth meta) হয়। এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই। এদের অক্সাইড সমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এরাও সর্ববহিঃস্থ শক্তিস্তরের ২ টি ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে।
Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
বিধবা মহিলা কা সার বাসনে রাধে
বেয়াদব মাইয়াগো কাম শরীর বাইরে রাখা
Be =Beryllium (বেরিলিয়াম)
Mg =Magnesium (ম্যাগনেসিয়াম)
Ca =Calcium(ক্যালসিয়াম)
Sr =Stronsium(স্ট্রানসিয়াম)
Ba =Barium(বেরিয়াম)
Ra =Radium(রেডিয়াম)
এতো বড় ফাইল টিউন আকারে দেওয়া সম্ভব নয় তাই আপনাদের সুবিধার জন্য পিডিএফ বই ও এন্ড্রোয়েড অ্যাপ আকারে দিলাম ...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
এই বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে আসুন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
অনলাইনে পড়তে 🕮 বা লাইভ প্রিভিউ 👀 দেখতেঃ
Tnx
ReplyDeleteSSC Higher math Solution লাগবে....
ReplyDeleteঅনেক ভাল লাগলো পোস্টিট পড়ে। অনেক সুন্দর ব্লগ এবং কন্টেন্টগুলো বেশ আপ টু ডেট।
ReplyDeleteধন্যবাদ আপনার কঠোর পরিশ্রমের জন্য।
জাযাকাল্লাহ।
❤
jsc English First Paper
ssc English First Paper
hsc English First Paper
jsc, ssc & hsc English Second Paper Model Test
ধন্যবাদ আপনার সুন্দর ভিডিওটার জন্য। আমি রসায়নে ৫ মিনিটে পর্যায় সারণি মনে রাখার কৌশল টিউটোরিয়ালটি শেয়ার করলাম। হয়ত আমার মতো অনেকের উপকার হবে। https://www.youtube.com/watch?v=WmNIUFs9-Es
ReplyDeleteOnek upokari post.
ReplyDeleteLove
You are welcome to visit my site www.RedBangali.com