প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১২ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন:

প্রশ্ন: পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
উত্তর: নানা কারণে পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। এর প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:
১. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো এবং কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়ার কারণে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে।
২. বিদ্যুত্ উত্পাদনের জন্য জ্বালানি হিসেবে গ্যাস ও তেল ব্যবহারের কারণে।
৩. জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে বনজঙ্গল ও গাছপালা উজাড় করার কারণে।
৪. অধিক জনসংখ্যার নিঃসরিত শ্বাস-প্রশ্বাসের সঙ্গে নিঃসরিত গ্যাসের কারণে।
৫. চুলা ও ইটের ভাটার কালো ধোঁয়ার কারণে।

.প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে কী কী হতে পারে? আলোচনা করো।
উত্তর: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, এভাবে তাপমাত্রা ও সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে। সাগর থেকে নদীতে লবণাক্ত পানি ঢুকে পড়তে পারে। এ ছাড়া প্রাকৃতি দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ঘন ঘন ঘটতে পারে।

প্রশ্ন: জলবায়ু পরিবর্তন রোধে করণীয় আলোচনা করো।
উত্তর: জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নিচে আলোচনা করা হলো:
১. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে।
২. বনজঙ্গল উজাড় করা বন্ধ করতে হবে।
৩. বেশি বেশি গাছপালা লাগাতে হবে।
৪. কৃত্রিম বনজঙ্গল ও বনায়ন করতে হবে।
৫. জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।
৬. সব জনসাধারণকে এর প্রভাব সম্পর্কে বোঝাতে হবে।

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে খাপ খাইয়ে চলা যেতে পারে তা আলোচনা করো।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন উপায়ে টিকে থাকা যায়। নিচে দুটি পদক্ষেপের কথা আলোচনা করা হলো:
১. বাংলাদেশে কিছু এলাকা বর্ষাকালে ডুবে থাকে। এ রকম জায়গায় কৃষকের ধানগাছের মুড়া বা গোড়া, কচুরিপানা এসব দিয়ে তৈরি ভাসমান ধাপগুলোর ওপর লাউ, শিম, বেগুন, ঢ্যাঁড়স, টমেটো, ঝিঙা এ রকম সবজি চাষ করা যেতে পারে। আবার পানি শুকিয়ে গেলে এ ধাপ কম্পোষ্ট সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়। বন্যার সময় এভাবে ফসল চাষ করা যেতে পারে।
২. উপকূলীয় অঞ্চলে লোনা পানি প্রবেশের কারণে জমি লবণাক্ত হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে লবণাক্ত মাটিতে জন্মাতে পারে এ রকম ফসলের জাত উদ্ভাবন করে চাষ করা যেতে পারে।

(সংগ্রহ: প্রথম আলো)

Post a Comment