প্রাথমিক বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়ঃ পরিবেশ দূষণ
নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তরঃ[ সঠিক উত্তরটিতে  চিহ্নটি দেওয়া আছে ]
১। নিচের কোন কারণে বায়ু দুষিত হয়?
      (ক) কীটনাশকের ব্যবহার
      (খ) ইটের ভাটার ইট পোড়ানো 
      (গ) বৃষ্টির পানি জমে যাওয়া
      (ঘ) রাসায়নিক সার ব্যবহার
২। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
      (ক) জলাশয়ের উপর কাঁচা  পায়খানা তৈরি
      (খ) কলাকারখানার বর্জ্য
      (গ) যানবাহনের ব্যবহার
      (ঘ) জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৩।  পরিবেশ সুন্দর করে নিচের কোনটি?
      (ক) জলোচ্ছ্বাস      (খ) ঘূর্ণিঝড়
      (গ) নির্মল বায়ু   (ঘ) বন্যা
৪। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ নিচের কোনটি?
      (ক) গাছ কাটা       (খ) অধিক যানবাহন
      (গ) জনসংখ্যা বৃদ্ধি    (ঘ) কলকারখানা
৫। পরিবেশ দূষনের প্রাকৃতিক কারণ নিচের কোনটি?
      (ক) বন্যা          (খ) নির্মল বায়ু
      (গ) উর্বর মাটি       (ঘ) বিশুদ্ধ পানি
৬। পরিবেশ দূষনের মানুষ্য কারণ কোনটি?
      (ক) নদীতে গোসল করা
      (খ) বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা
      (গ) নদীর উপর ব্রিজ নির্মাণ
      (ঘ) জমি চাষাবাদ করা
৭।  ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কোনটি?
      (ক) শিল্পকারখানা স্থাপন
      (খ) আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা
           না থাকা
      (গ) যানবাহন চালানো
      (ঘ) বাসগৃহ নির্মাণ
৮। বায়ু দূষণের কারণ কোনটি?
      (ক) রাসায়নিক সা র      (খ) শিল্পকারখানা স্থাপন
      (গ) গাড়ির হর্ণ বাজানো  (ঘ) পলিথিন
৯। কিসের প্রয়োগে মাটির উর্বরতা নষ্ট হয়?
      (ক) জৈব সার 
       (খ) গোবর
      (গ) কম্পোস্ট        
      (ঘ) রাসায়নি সার ও কীটনাশক


১০। মাটি দূষণের কারণ কোনটি?
      (ক) ভাটার ইট পোড়ানো
      (খ) গৃহের উচ্ছিষ্ঠ আর্বজনা
      (গ) প্লাস্টিক 
      (ঘ) পচা জলাশয়
১১। বায়ু দূষণের কারণ কোনটি?
      (ক) পলিথিন         (খ) প্লাস্টিক
      (গ) বাস           (ঘ) মাইক
১২। নিচের কোন কারণে পানি দুষিত হয়?
      (ক) শিল্পকারখানা স্থাপন
      (খ) ইটের ভাটা ইট পোড়ানো
      (গ) পুকুর বা জলাশয়ের ওপর কাচা পায়খানা
      (ঘ) যানবাহন চালানো
১৩। হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক , পলিথিন,ইত্যাদি কারণে কোনটি হয়?
      (ক) মাটি দূষণ   (খ) বায়ু দূষণ
      (গ) পানি দূষণ      (ঘ) শব্দ ধূষন
১৪। নিচের কোন কারণে শব্দ দূষণ হয়?
      (ক) ইটের ভাটা ইট পোড়ানো
      (খ) কলকারখানার বর্জ্য
      (গ)  যানবাহন চালানো  
      (ঘ) মাইক বাজানো
১৫। মাটি দূষনের জন্য দায়ী কোনটি?
      (ক) পলিথিন     (খ) কাগজ
      (গ) কাপড়           (ঘ) চামড়া
১৬। জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে কোনটি হতে পারে?
      (ক) মাটি দূষণ      (খ) পানি দূষণ
      (গ)  বায়ু দূষণ      (ঘ) সবগুলো
১৭। কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে কোনটির উপর এর ক্ষতিকর প্রভাব পড়ে?
      (ক) ঘরবাড়ী         (খ) রাস্তাঘাট
      (গ) যানবাহন        (ঘ) জলজ প্রাণী
১৮। মানুষের কোনটির ওপর বায়ু দূষণের প্রভাব ফেলে?
      (ক) কিডনি           (খ) লিভার
      (গ) চুল               (ঘ) স্বাস্থ্যের
১৯। মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কারণ কোনটি?
      (ক)  বায়ু দূষণ      (খ) মাটি দূষণ
      (গ) পানি দূষণ      (ঘ) শব্দ দূষণ
২০। মানুষের কানের ক্ষতিসহ স্বাস্থ্যের বিভিন্ন  ক্ষতি করে কোনটি?
      (ক) মাটি             (খ) শব্দ
      (গ) পানি             (ঘ) বায়ু

Post a Comment