বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক. ইন্টারনেটে প্রবেশ করা যায় না
খ. কমিপউটারের গতি বেড়ে যায়
গ. অ্যান্টিভাইরাস কাজ করে না
ঘ. কমিপউটার স্লো হয়ে যায়
২। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক. Restart খ. Auto run
গ. Read me ঘ. Setup
৩। কোনটি আধুনিক পৃথিবীর সমপদ?
ক. ইন্টারনেট খ. উপাত্ত
গ. কমিপউটার ঘ. তথ্য
৪। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে?
i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না
ii. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা
হয়েছে কি না
iii. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি
আছে কি না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আজহারুল ইসলাম সাহেব দেখছেন কয়েক দিন ধরে তাঁর কমিপউটার হঠাত্ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ করলেন কমিপউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে।
৫। কমিপউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?
ক. অ্যান্টিভাইরাস সফটওয়্যার
খ. ভাইরাস সফটওয়্যার
গ. ইউটিলিটি সফটওয়্যার
ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
৬। এর ফলে আজহারুল সাহেবের কমিপউটারে—
i. অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে
পারে
ii. রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে
iii. মেমোরি কম দেখাতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কমিপউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব—
ক. খুবই অল্প খ. কম
গ. অনেক ঘ. অনেক বেশি
৮। কমিপউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
ক. রক্ষণাবেক্ষণ
খ. নতুন কমিপউটার কিনতে হবে
গ. কমিপউটার সফটওয়্যার বদলাতে হবে
ঘ. রিপেয়ার করতে হবে
৯। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. হালনাগাদ
খ. নতুন তৈরি
গ. রিপেয়ার ঘ. আনইনস্টল।
# নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সজল গত বছর একটি কম্পিউটার কিনেছিল। এক বছর যেতে না যেতেই কমিপউটারটির গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য সে ভীষণ চিন্তায় পড়ে গেল। সজলের বন্ধু তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কমিপউটারের গতি বাড়ানোর পরামর্শ দিল।
১০। সজলের বন্ধু তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল?
ক. এমএস ডস খ. এমএস ওয়ার্ড
গ. ডিস্ক ক্লিনআপ ঘ. উইন্ডোজ
১১। কমিপউটারের গতি কমে যাওয়ার কারণ হলো—
i. টেমেপারারি ফাইল ii. ভাইরাস
iii. এক বছর পার হয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ওiii
১২। আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে—
i. সচল রাখতে চাই ii. কিছুদিন ব্যবহার করতে চাই
iii. পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখতে চাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ওiii
১৩। হালনাগাদ আইসিটি যন্ত্র ব্যবহার করার জন্য অবশ্যই প্রয়োজন—
i. ইন্টারনেটে ii. অ্যান্টিভাইরাস iii. ভাইরাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ওiii
১৪। কমিপউটার রক্ষণাবেক্ষণে হতে পারে—
i. কমিপউটারভিত্তিক ii. সফটওয়্যারভিত্তিক
iii. হার্ডওয়্যারভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ওiii
১৫। কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক. প্রতিদিন ব্যবহার করলে খ. ইন্টারনেট বন্ধ থাকলে
গ. ইন্টারনেট সংযোগ থাকলে ঘ. বদলালে
|
১৬। কী ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
ক. মোবাইল খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. ইন্টারনেট
১৭। কোন সফটওয়্যার ব্যবহার করে কমিপউটারকে সচল ও গতিশীল রাখা যায়?
ক. অপারেটিং সিস্টেম খ. ক্লিনার
গ. উইনরার (Winrar)
ঘ. রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার
১৮। রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কমিপউটারকে—
i. আপডেট রাখার জন্য ii. সচল রাখার জন্য
iii. গতিশীল রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
১৯। রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করলে যে সমস্যা হবে—
i. যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না
ii. যন্ত্রটি ধীরগতির হয়ে যাবে
iii. প্রসেসর নষ্ট হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কমিপউটারে টেমেপারারি ফাইল তৈরি হলে যে অসুবিধা হবে—
i. হার্ডডিস্কের জায়গা কমে যাবে
ii. সফটওয়্যার ইনস্টল করা যাবে না
iii. কমিপউটারের গতিকে ধীর করে দেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. প্রতিবার কমিপউটার ব্যবহার করার সময় বেশ কিছু ফাইল তৈরি হয় তাদের কী বলে?
ক. tempt খ. run গ. recyclebin ঘ.temporary
২২. কোন ফাইলগুলো কমিপউটারের গতিকে কমিয়ে দেয়?
ক. মেমোরি খ. টেমেপারারি ফাইল
গ. ওয়ার্ড ফাইল ঘ. ইন্টারনেট ব্রাউজার
২৩. ইন্টারনেট ব্যবহার করতে প্রয়োজন হয়—
ক. ক্যামেরা খ. ব্রাউজার
গ. মোবাইল ঘ. ইন্টারনেট
২৪. অ্যান্টিভাইরাস ব্যবহারের পূর্বে কোন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন?
ক. নতুন কেনা কি না খ. এর মেয়াদ
গ. হালনাগাদ অ্যান্টিভাইরাস কি না
ঘ. ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে কি না
২৫. কোথায় বিনা মূল্যে অ্যান্টিভাইরাস পাওয়া যায়?
ক. ওয়েবসাইটে খ. মেমোরিতে
গ. ইন্টারনেটে ঘ. দোকানে
২৬. অ্যান্টিভাইরাস কী?
ক. সফটওয়্যার খ. প্রোগ্রাম
গ. হার্ডওয়্যার ঘ. ক ও খ উভয়ই
২৭. আইসিটি যন্ত্রকে রক্ষা করতে প্রয়োজন—
i. অ্যান্টিভাইরাস ii. অ্যান্টিম্যালওয়্যার iii. হার্ডডিস্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার করা হয়?
ক. হার্ডডিস্কের জায়গা পূর্ণ করতে
খ. টেমেপারারি ফাইল তৈরি করতে
গ. কমিপউটারের কাজের গতি বাড়াতে
|
উত্তর কই
ReplyDeleteওই বেডা উওর কই
ReplyDeleteans koi
ReplyDeleteAns koi
ReplyDelete