আঞ্চলিক সংস্থা পরিচিতি:
সার্ক (SAARC):
1.                 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)Gi পূর্ণরূপ হল- South Asian Association for Reginal Co-operating.
2.                 সার্ক প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
3. সার্ক  প্রতিষ্ঠিত হয় ৮ডিসেম্বর ১৯৮৫ সালে।
4. সর্কের প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি।
5. সার্কের সর্বশেষ সদস্য দেশ আফগানিসত্মান।
6. সার্কের সদস্যপদে আগ্রহী চীন, ইরান, মায়ানমার।
7. সার্কের সচিবালয় কাঠমুন্ডুতে অবস্থিত।
8. সার্কের প্রথম চেয়ারম্যান হলেন- হুসাইন মোহাম্মদ এরশাদ।
9.    সার্কের প্রথম সম্মেলন - ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।
10.           সার্কভুক্ত দেশ হিসাবে মালদ্বীপের শিড়্গার হার সবচেয়ে বেশি। 
    শ্রীলঙ্কা দ্বিতীয় অবস্থানে আছে।
11.           সার্কের বর্তমান চেয়ারম্যান হলেন- নেপালের প্রধানমন্ত্রী
    সুশীল কৈরালা।
12.           সার্কভুক্ত দেশ হিসাবে মালদ্বীপ ভূটানের সেনাবাহী নেই।
13.           সার্কের অনত্মরর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র হল- আফগানিসত্মান, নেপাল ভূটান।
14.           বাংলাদেশে সার্কের কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত।
15.           ১৯৯৫: সার্ক দারিদ্র্য দূরীকরণ বর্ষ
16.           ১৯৯০: সার্ক কণ্যা শিশু বর্ষ।
আফ্রিকান ইউনিয়ন  (AU):
1.                AU (African Union )-Gi যাত্রা জুলাই,২০০২
  (দড়্গিণ আফ্রিকার ডারবানে).
2.                 AU (African Union )-Gi পূর্ব নাম ছিল-
  Organizasion of Africa Unity (OAU).
3. OAU প্রতিষ্ঠিত হয় ২৫ মে,১৯৬৩।
4. AU বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
5. AU এর সদর দপ্তর হল- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া)
ইউরোপী ইউনিয়ন (EU)
1.  ইউরোপী দেশসমূহের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট হল ইউরোপী ইউনিয়ন (EU).
2.  EU জানুয়ারী ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
3. EU প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ ১৫টি দেশ।
4.   EU -এর সদস্য দেশ ২৮টি।
5. EU এর সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া।
6.  EU এর সদর দপ্তর ব্রাসেলস  বেলজিয়াম)
7. ইউরো মুদ্রা চালুকৃত সর্বশেষ দেশ লাটভিয়া। ( জানুয়ারি,২০১৪)
8.  বাংলাদেশে সর্ব প্রথম ইউরে মুদ্রা লেনদেন হয় জানুয়ারি,১৯৯৯ (স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবি ব্যাংক)
9.  EU ভুক্ত একমাত্র এশীয় দেশ সাইপ্রাস।
10.           ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন শানিত্মতে নোবেল পুরস্কার লাভ করে।
আসিয়ান (ASEAN):
1.    ASEAN এর পূর্ণরূপ হল- Association of South East Asian Nation.
2.  আসিয়ান প্রতিষ্ঠিত হয় আগস্ট ১৯৬৭ সালে।
3. আসিয়ানের প্রাথমিক সদস্য ছিল ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং থাইল্যান্ড।
4.  আসিয়ানের বর্তমান সদস্য ১০টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়া)আসিয়ানের সদস্য হতে আগ্রহী দেশ পাপুয়া নিউগিনি পূর্ব তিমুর।
5.  ASEAN এর পর্যবেড়্গক দেশ পাপুয়া নিউগিনি।
6.  আসিয়ান আঞ্চলিক ফোরামের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা
7. আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)Gi সদস্য সংখ্যা ২৭।
GCC
1.   GCC-Gi পূর্ণরূপ- Gulf Co-operation Council.
2.  GCC-৪ ফেব্রুয়ারি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
3. GCC-Gi দসদ্যসংখ্যা ৭টি  সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন কাতার।
4.  GCC এর সদর দপ্তর হল- রিয়াদ  (সৌদি আরব)
5. GCC এর মহাসচিব হলেন- আবদুর রহমান ইবনে হামাদ আল আতিয়া।
APEC
1.  APEC এর পূর্ণরূপ- Asia Pacific Economic Co-opration.
2.   APEC প্রতিষ্ঠিত হয় নভেম্বর ১৯৮৯ সালে।
3. APEC প্রতিষ্ঠাকালীন সদস্য ১৩টি দেশ।
4.  APEC এর সর্বশেষ সদস্য দেশগুলো হল-রাশিয়া, ভিয়েতনাম, পেরম্ন।
5. APEC এর সদর দপ্তর সিঙ্গাপুর(আলেকজান্ডা পয়েন্ট)



Post a Comment