তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
নবম-দশম শ্রেণি
ল্যাবওয়ার্কঃ
দ্বিতীয় অধ্যায়ঃ কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

ল্যাবওয়ার্ক ০১: কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া।

তত্ত্বঃ কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় । কিছু সফটওয়্যার বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় কম্পিউটারে সেট হয়ে যায়। কিন্তু আমাদের ব্যবহারের প্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটারে ব্যবহার করতে হলে তা পূর্বে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে । প্রায় সব সফট্ওয়্যরের ইনস্টল প্রক্রিয়া একই রকম। তাই একটি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে পাররে সকল ধরনের সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া আয়ত্ব করতে সহজ হবে।
 প্রয়োজনীয় উপকরণ /যন্ত্রপাতি:


১। হার্ডওয়ার: একটি কম্পিউটার।
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যারঃ
     ক) উইন্ডোজ-7
     খ) প্রয়োজনীয় সফটওয়্যার: VLC Media Player

কাজের উদ্দেশ্যঃ
কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া অনুধাবন করে আরেকটি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা।

উপকরণ সংযোজন ও ব্যবহারঃ
১।কম্পিউটারে নতুন সফটওয়্যার (VLC Media Player) ইনস্টল করার পূর্বে কম্পিউটার চালু করে
  নিতে হবে।
২।কম্পিউটারে যে সফটওয়্যার (VLC Media Player) ইনস্টল করতে হবে তার সিডি বা সফটওয়্যার
  সংগ্রহ করতে হবে।
৩।সিডি বা কম্পিউটারে রক্ষিত সফটওয়্যার (VLC Media Player) ইনস্টল করার  জন্য যথাযথ
  প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
কাজের পদ্ধতিঃ
১।সফটওয়্যার (VLC Media Player) ইনস্টল করার পূর্বে কম্পিউটার চালু করে নিতে হবে।
২।কম্পিউটারের সিডি ড্রাইভে VLC Media Player সফটওয়্যার সিডি প্রবেশ করাতে হবে অথবা
  কম্পিউটারের যে ড্রাইভে সফটওয়্যাটি রাখা আছে সেখানে প্রবেশ করতে হবে।
৩।সফটওয়্যাটি কম্পিউটারের যে ড্রাইভে আছে সেখানে প্রবেশ করার পর সফটওয়্যাটির .exe
  (VLC Media Player.exe) লেখা প্রোগ্রামে ডাবল ক্লিক করতে হবে।
৪। তারপর ইনস্টল ল্যাংগুয়েজ নামে যে উইন্ডো আসে সেখানে ড্রপ-ডাউন মেনু থেকে ল্যাংগুয়েজ
  হিসেবে English সিলেক্ট করে ok বাটনে ক্লিক করতে হবে।
৫। যে সেটআপ উইন্ডো আসে সেখানে Next বাটনে ক্লিক করে License Agreement উইন্ডোতে
Next বাটনে ক্লিক করে Choose Components  উইন্ডো থেকে প্রয়োজনীয় আপশনগুলো সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে।
৬। তারপর Choose Components  উইন্ডো থেকে প্রোগ্রামটি যেখানে  ইনস্টল করতে হবে তার  
     Location নির্ধারণ করে Install বাটনে ক্লিক করতে হবে।
৭। Install বাটনে ক্লিক করলে Installing উইন্ডোতে প্রোগ্রাম ইনস্টলের প্রক্রিয়া প্রগ্রেস বারে দেখা যাবে।
৮। ইনস্টলের প্রক্রিয়া সম্পন্ন হলে Completed Setup wizard উইন্ডোতে Install Completed নামে মেসেজ দেখালে Finish বাটনে ক্লিক করে ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণঃ
১। কম্পিউটারে সফটওয়্যারটি (VLC Media Player) ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করার পূর্বে কম্পিউটার চালু করে নিতে হবে।
২। VLC Media Player হিসেবে সে সিডি বা সফটওয়্যার ব্যবহার করা হবে তা যেন লেটেস্টার্সনের হয় তা নিশ্চিত করতে হবে।
৩। ইনস্টল প্রক্রিয়া্ শেষ না হওয়া পর্যন্ত মাঝ পথে যে সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া বন্ধ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
­
পর্যবেক্ষণঃ
কম্পিউটারে নতুন সফটওয়্যার ব্যবহার করার জন্য যে সফটওয়্যার ইনস্টল করতে হবে তা ভালোবাবে আয়ত্ব করার জন্য শিক্ষকের নির্দেশ প্রত্যেকের কম্পিউটারে অন্য একটি সফটও্যার ইনস্টল করলা্ম।

চিত্র অঙ্কন ও শনাক্ত করণঃ

প্রথমে কম্পিউটার ওপেন করার পর যেখানে VLC Media Player সফটওয়্যারটি রাখা আছে সেখানে প্রবেশ করতে হবে। এবং VLC Media Player সফটওয়্যাটির উপর ডবল ক্লিক করতে হবে।

এর পর এ রকম একটি উন্ডো ওপেন হবে।

unpacking data : 100% হলে উপরের চিত্রের মত ইনস্টল ল্যাংগুয়েজ নামে আরেকটি উন্ডো অপেন হবে।

তারপর ইনস্টল ল্যাংগুয়েজ নামে যে উইন্ডো আসে সেখানে ড্রপ-ডাউন মেনু থেকে ল্যাংগুয়েজ
হিসেবে English সিলেক্ট করে ok বাটনে ক্লিক করতে হবে।

উপরের চিত্রের মতন  যে সেটআপ উইন্ডো আসে সেখানে Next বাটনে ক্লিক করতে হবে।


উপরের চিত্রের মতন License Agreement উইন্ডোতে Next বাটনে ক্লিক করতে হবে।

Choose Components  উইন্ডো থেকে প্রয়োজনীয় আপশনগুলো সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে।


উপরের চিত্রের মতন তারপর Choose Components  উইন্ডো থেকে প্রোগ্রামটি যেখানে  ইনস্টল করতে হবে তার  Location নির্ধারণ করে Install বাটনে ক্লিক করতে হবে।

উপরের চিত্রের মতন Install বাটনে ক্লিক করলে Installing উইন্ডোতে প্রোগ্রাম ইনস্টলের প্রক্রিয়া প্রগ্রেস বারে দেখা যাবে।


উপরের চিত্রের মতন  Install প্রক্রিয়া সম্পন্ন হলে Completed Setup wizard উইন্ডোতে Install Completed নামে মেসেজ দেখালে Finish বাটনে ক্লিক করে ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উপরের চিত্রের মতন VLC Media Player সফটওয়্যারটি চালু হবে।

ধন্যবাদ সবাইকে

Post a Comment