প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: স্টার টপোলজি সম্পর্কে লেখো।
উত্তর:
স্টার টপোলজি: যে টপোলজিতে প্রতিটি কমিপউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে, তাকে স্টার টপোলজি বলে। এক্ষেত্রে কেন্দ্রীয় একটি ডিভাইস থাকে, যার নাম হাব, এর সঙ্গে অন্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। বর্তমানে হাবের পরিবর্তে সুইচও ব্যবহার করা হয়।
ডেটা পাঠানোর উপায়:
এ ক্ষেত্রে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে হলে হাব অথবা সুইচের মধ্য দিয়ে পাঠাতে হয়। সরাসরি দুটি কম্পিউটারের মধ্যে ডেটা পাঠানো যায় না।
স্টার টপোলজির সুবিধা:
১. কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কের কাজ চলে।
২. এই টপোলজিতে যেকোনো সময় কোনো কম্পিউটার যোগ করা যায় বা বাদ দেওয়া যায়।
৩. এ টপোলজিতে বিভিন্ন ধরনের কেব্ল ব্যবহার করা যায়।
৪. কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ সহজ।
৫. ভুল নির্ণয় সহজ।
৬. সহজেই নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়।
৭. এটি একটি নির্ভরযোগ্য টপোলজি।
স্টার টপোলজির অসুবিধা:
১. হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২. বেশি তার ব্যবহার হয় বলে এ পদ্ধতি ব্যয়বহুল।
৩. বাস ও রিং টপোলজির চেয়ে খরচ বেশি হয়।
Post a Comment