বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত



কবি পরিচিতি
উচ্চাভিলাষী কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন। আর সেই অনুরাগের কারণেই দেশ ছেড়ে
তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তিনি ইংরেজিতে সাহিত্যচর্চা করে বিখ্যাত হতে চেয়েছিলেন, কিন্তু
পারেননি। শেষ পর্যন্ত ইংরেজির প্রতি অন্ধ মোহ ত্যাগ করে তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে শুরু
করেন। পরবর্তীকালে তিনি এ ভাষাতেই তাঁর কালজয়ী সাহিত্যকর্মগুলো সৃষ্টি করেন।
মাত্র উনিশ বছর
বয়সে মধুসূদন খ্রিস্টধর্ম গ্রহণ করার পর তাঁর নামের শুরুতে ‘মাইকেল’ যোগ করা হয়। মধুসূদনের
পিতার নাম রাজ নারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী।
জন্ম : ১৮২৪ খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে।
মৃত্যু : ১৮৭৩ খ্রিস্টাব্দে কলকাতায়।
রচনাবলি
মহাকাব্য : মেঘনাদ বধ কাব্য।
বাংলা কাব্য : তিলোত্তমাসম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।
ইংরেজি কাব্য : The Captive Lady, Vision of the Past.
নাটক : কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা, মায়াকানন।
প্রহসন : একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
উৎস ও পরিচিতি
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ‘চতুর্দশপদী কবিতাবলী’ থেকে ‘বঙ্গভাষা’ কবিতাটি সংগ্রহ করা হয়েছে। কবিতাটি প্রমে
১৮৬০ সালে ‘কবি-মাতৃভাষা’ নামে প্রকাশিত হয়। ১৮৬৫ সালে পুনরায় সংশোধিতরূপে ‘বঙ্গভাষা’ নামে প্রকাশিত হয়।
‘বঙ্গভাষা’ কবিতায় কবি বাংলা ভাষার প্রতি প্রকাশ করেছেন অপরিসীম শ্রদ্ধা-ভালোবাসা। বঙ্গভাষার জন্য তিনি তার দেহমন
সঁপে দিতে চেয়েছেন। বাংলা ভাষাকে অবজ্ঞা করে তিনি ইংরেজি ভাষাকে গ্রহণ
করেছিলেন। পরিণতিতে তাঁর যে অনুশোচনা ও
আত্মসমালোচনা তাই স্থান পেয়েছে ‘বঙ্গভাষা’ নামক সনেটে।
তথ্যপুঞ্জ
‘বঙ্গভাষা’ বাংলা সাহিত্যের প্রম সনেট কবিতা।
কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রতি চরণে চেদ্দ মাত্রা এবং চেদ্দটি অক্ষর রয়েছে। প্রতি চরণে দুটি পর্ব আছে। প্রম পর্বে
আট মাত্রা এবং দ্বিতীয় পর্বে ছয় মাত্রা।
কবির কাছে বাংলা সাহিত্য কমল-কাননরূপে প্রতীয়মান।
মাইকেল মধুসূদন দত্ত শতাধিক সনেট রচনা করেন।
‘মেঘনাদ বধ কাব্য’ বাংলা সাহিত্যের প্র ম মহাকাব্য এবং কবির শ্রেষ্ঠ কীর্তি।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
বিশ্ব সাহিত্যে সনেটের প্রবর্তক ইতালির কবি পেত্রার্ক।
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
মাইকেল মধুসূদন দত্ত গ্রিক, ল্যাটিন, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ ১৩-১৪টি ভাষা শিখেছিলেন এবং চিরায়ত পাশ্চাত্য

সাহিত্য অধ্যয়ন করে নিজেকে সমৃদ্ধ করেছিলেন।

‘বঙ্গভাষা‘ কবিতার সম্পূর্ণ  লেকচার শীট ডাউনলোড করতে পারবেন। 

Post a Comment