ফেব্রুয়ারির গান
ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি।আলোচ্যসূচিতে আজ রয়েছে লুৎফর রহমান রিটন রচিত কবিতা 'ফেব্রুয়ারিরগান'

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন : গ্রীষ্ম-বর্ষা শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?
উত্তর : প্রতিধ্বনি বলতে আমরা বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে বুঝেথাকি। রূপে-অপরূপা বাংলাদেশের প্রকৃতিতেও প্রতিনিয়ত চলছে প্রতিধ্বনিরআনাগোনা। প্রকৃতির বিভিন্ন উপাদান বিভিন্নভাবে তাদের সৌন্দর্য বিতরণ করেথাকে। পাহাড়ও তার সুরের সৌন্দর্য বিকশিত করে ঝরনার ছন্দে। কবির দৃষ্টিতেগ্রীষ্মবর্ষা  শীত ঋতুর বাতাসে পাহাড়ের সেই সুর-সৌন্দর্যের প্রতিধ্বনি ছড়ায়।

প্রশ্ন : পাতা মুগ্ধ হচ্ছেস্বর্ণলতা মুগ্ধ হচ্ছে কিসের গানে?
উত্তর : 'মুগ্ধশব্দটির অর্থ বিমোহিত বা আনন্দিত। প্রকৃতির সব কিছুরই নিজস্ববৈশিষ্ট্য রয়েছে। কবির দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবেনিজেকে প্রকাশিত করে চলেছে। সাগরনদীপাহাড়ঝরনাপাখি যে মন-ভোলানো সুর আর গানে প্রকৃতিকে বিমোহিত করছে ঠিকএকইভাবে পাতা  স্বর্ণলতাও মুগ্ধ হচ্ছে গাছের গানে।

প্রশ্ন : আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?
উত্তর : ফুলপাখিপাহাড়ঝরনা  সাগর নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করছে তাদের নিজেদের মতো করে। তাদের নিজস্ব ভাষা,বৈচিত্র্য  বৈশিষ্ট্যে তারা গরীয়ান। আমরা ফুল-পাখি নই। কিংবা পাহাড় ঝরনা-সাগরও নই। আমরা মানুষ। বাংলাদেশের বাঙালি,আমাদের মায়ের মুখের ভাষা বাংলা। আর মায়ের মুখের এই মধুর ভাষা বাংলা ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি।

প্রশ্ন : 'শহীদ ছেলের দানহিসেবে আমরা কী পেয়েছি?

উত্তর : বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষাতে আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি। এই বাংলা ভাষাতেই আমাদের সবচাওয়া আর সব পাওয়া এবং স্বপ্ন-আশা বাস্তবায়িত হয়। অথচ এই ভাষার ওপর আঘাত হেনেছিল

Post a Comment