বাংলা- রৌদ্র লেখে জয়
প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।
১. কবি শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২৬ খ. ১৯২৭ গ. ১৯২৮ ঘ. ১৯২৯
২. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. নরসিংদী
গ. কুমিল্লা ঘ. নেত্রকোনা
৩. ‘রৌদ্র লেখে জয়’ কবিতার মূলভাব—
ক. বাংলাদেশের রূপবৈচিত্র্য
খ. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বর্ণনা
গ. বাংলাদেশের সৌন্দর্য বর্ণনা
ঘ. মানুষের অবদান বর্ণনা
৪. কোন ঘটনার ওপর ভিত্তি করে ‘রৌদ্র লেখে জয়’ কবিতাটি রচিত?
ক. স্বাধীনতাযুদ্ধ খ. ভাষা-আন্দোলন
গ. গণ-অভ্যুত্থান ঘ. স্বৈরাচার পতন
৫. বর্গিদের সঙ্গে কাদের তুলনা করা যায়?
ক. মুক্তিযোদ্ধাদের খ. হানাদারদের
গ. রাজাকারদের ঘ. মুক্তিসেনাদের
৬. বর্গিদের সঙ্গে কোনটির সাদৃশ্য পাওয়া যায়?
ক. লুটতরাজ খ. আন্দোলন
গ. চুরি ঘ. ডাকাতি
উত্তর:
১. ঘ. ১৯২৯; ২. ক. ঢাকা; ৩. খ. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বর্ণনা; ৪. ক. স্বাধীনতাযুদ্ধ; ৫. খ. হানাদারদের; ৬. ক. লুটতরাজ।
Post a Comment