পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিপা ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে ও তার বন্ধুরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বাগান তৈরি করেছে। এ কাজে শিক্ষক আব্দুল্লাহ হেল কাফী তাদের সহায়তা করেছেন। বাগানে তারা গোলাপ, বেলি, গন্ধরাজ, হাসনাহেনা প্রভৃতি সুগন্ধি ফুলের গাছ লাগিয়েছে। এ ছাড়া বেগুন, টমেটো, পেঁপে ইত্যাদি সবজির গাছও আছে। প্রতিদিন টিফিনের সময় তারা গাছে পানি দেয়, আগাছা পরিষ্কার করে। গাছগুলো নিরাপদে বড় হবার জন্য ওরা বাগানের চার পাশে বাঁশের কঞ্চির বেড়াও তৈরি করে। সেই বেড়া দিয়ে ওরা বাগান ঘিরে রাখে। এই কাজে বিদ্যালয়ের দপ্তরি আবুল ভাইও সাহায্য করে থাকেন। সবার পরিচর্যায় একসময় বাগান বিভিন্ন রঙের ফুলে ভরে ওঠে। ফুলের গন্ধে মৌমাছি ও বিভিন্ন রঙের প্রজাপতিরা এসে ভিড় করে। হঠাত্ দেখলে মনে হবে বাগানে প্রজাপতির মেলা বসেছে। সবজিগুলোও সবার নজর কাড়ে। সব মিলিয়ে বাগানের সৌন্দর্য তাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. অনুচ্ছেদটিতে মূলত কী সম্পর্কে বলা হয়েছে?
ক. প্রকৃতির রূপ খ. বাগান করা গ. গ্রামের জীবন ঘ. বাগানের পরিচর্যা
২. পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা টিফিনের সময়ে কী করে?
ক. ফুল তোলে খ. বাগানে খেলাধুলা করে গ. গাছ লাগায় ঘ. বাগানের পরিচর্যা করে
৩. বাগানে মৌমাছি ভিড় করার কারণ—
ক. ফুলের গন্ধ খ. প্রজাপতির মেলা গ. সবজির রং ঘ. বাগানের সৌন্দর্য
৪. বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়—
ক. আগাছা কাটলে খ. গাছে পানি দিলে গ. নিয়মিত যত্নে ঘ. বেশি করে গাছ লাগালে
৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. প্রযাপতি খ. প্রজাপতি গ. প্রজাফতি ঘ. প্রঝাপতী
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. খ. বাগান করা, ২. ঘ. বাগানের পরিচর্যা করে, ৩. ক. ফুলের গন্ধ,
৪. গ. নিয়মিত যত্নে, ৫. খ. প্রজাপতি।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ=শব্দার্থ
প্রাঙ্গণ=উঠান
সহায়তা=সাহায্য
বন্ধু=অতি আপনজন
আগাছা=অপ্রয়োজনীয় গাছ
নজর= দৃষ্টি
পরিচর্যা= যত্ন
ক. রিমা তার মাকে রান্নায়— করে।
খ. রাতের তারা সবার— কাড়ে।
গ. একজন প্রকৃত— সুখে-দুঃখে পাশে থাকে।
ঘ. বিদ্যালয়— সবুজ ঘাসে ভরে উঠেছে।
ঙ. বাগানের— তুলে ফেলতে হয়।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. সহায়তা খ. নজর গ. বন্ধু ঘ. প্রাঙ্গণ ঙ. আগাছা।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বাগানের পরিচর্যা করার পাঁচটি নিয়ম লেখো।
খ. কীভাবে বাগানের সৌন্দর্য বাড়ানো যায়? পাঁচটি বাক্যে লেখো।
গ. বাগান করার পাঁচটি উপকারিতা লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
বাগান পরিচর্যা করতে হলে যা যা করতে হবে তাহলো— বাগানের গাছগুলোতে নিয়মিত পানি দিতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। বাঁশের কঞ্চির বেড়া তৈরি করে চারপাশ ঘিরে রাখতে হবে। বাগানের গাছের মাটি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। প্রয়োজনে বাগানের মাটির উর্বরতা বাড়ানোর জন্য জৈব সার ব্যবহার করা যেতে পারে।
(খ)
যেভাবে বাগানের সৌন্দর্য বাড়ানো যায় তা হচ্ছে— ১. নতুন নতুন গাছ লাগিয়ে। ২. নানা রকমের ফুল, ফল ও সবজির চারা রোপণের মাধ্যমে। ৩. নিয়মিত পরিচর্যার মাধ্যমে। ৪. চারপাশের আগাছা পরিষ্কার করে। ৫. চারপাশে বাঁশের কঞ্চির বেড়া দিয়ে ঘিরে দিয়ে।
(গ)
বাগান করে অনেক উপকার পাওয়া যায়। যেমন— অবসর সময়ে বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়, বাড়ির সামনে বাগান থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়, বাড়িতে বাগান থাকলে মনে প্রফুল্লতা আসে, বাগানে সবজি হলে তা প্রয়োজনে তরকারি খাবার হিসেবে ব্যবহার করা যায়, অতিরিক্ত ফুল ও সবজি বিক্রি করে অর্থও উপার্জন করা যেতে পারে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

Post a Comment