উইএসবি ফ্ল্যাশ ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান সানডিস্ক নতুন একটি ওয়ারলেস ফ্ল্যাশ ড্রাইভ বাজারে ছেড়েছে। ফলে কম্পিউটার এবং মোবাইল ডিভাইসের উইএসবি পোর্টে সংযোগ না দিয়েই ফ্ল্যাশ ড্রাইভ থেকে তথ্য আদান-প্রদান করা যাবে।
সানডিস্ক জানিয়েছে, তাদের নতুন ওয়ারলেস ফ্ল্যাশ ড্রাইভটি দিয়ে খুব দ্রুত গতিতে তথ্য আদান-প্রদান করা যাবে। এই ডিভাইসটির সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে। ভারতের ই-কর্মাস ওয়েবসাইট ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটি দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট, ডেস্টটপ এবং ল্যাপটপে অডিও, ভিডিও এবং বড় আকারের ফাইল আদান-প্রদান করা যাবে। এটিতে একই সঙ্গে তিনটি ফাইল সেন্ড করা কিংবা রিসিভ করা যাবে। এটাকে একবার সম্পূর্ণ চার্জ দিলে সাড়ে চার ঘণ্টা পর্যন্ত সচল থাকে। অন্যদিকে এটি উইএসবি পোর্টে সরাসরি লাগিয়েও কাজ করা যাবে। এই ওয়ারলেস স্টিকটির জন্য একটি অ্যাপ রয়েছে। অ্যাপটির নাম সানডিস্ক কানেক্ট অ্যাপ। যেটি দিয়ে ফ্ল্যাশ ডিভাইসটি অন্যসব গ্যাজেটের সঙ্গে সমন্বয় করা যাবে। এটি দিয়ে আইওএস, অ্যানড্রয়েড, অ্যামজনের কিনডে ফায়ার ট্যাবলেট, ম্যাকস এবং ডেস্টটপে কাজ করা যাবে। ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে এটি কাজ করে। ডিভাইসটির জন্য অ্যাপ পাওয়া যাচ্ছে গুগলের প্লে স্টোরে, অ্যাপ স্টোর, অ্যামাজন অ্যাপ স্টোরে। ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি ভার্সনে ফ্লিপকার্টে ফ্লাশ ড্রাইভটি এটি পাওয়া যাচ্ছে। এগুলোর দাম যথাক্রমে ২৭৯০ রুপি, ৩৭৯০ রুপি, ৫৪৯০ রুপি এবং ৯৪৯০ রুপি।
ই-সিটিজেন/এএস-১৫

Post a Comment