পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
.

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু ষ ছবি: প্রথম আলোবাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। এই খেলার আরেকটি নাম কাবাডি। ক্রিকেট, ফুটবল বা হকি খেলার প্রচলন যখন এদেশে ছিল না, তখন হাডুডু খেলাই ছিল সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় খেলা। এটি বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। এই খেলার উত্পত্তিস্থল ফরিদপুর জেলা। হাডুডু হচ্ছে মুক্ত মাঠের উপযোগী খেলা। এ খেলায় আছে প্রচুর আনন্দ ও উত্তেজনা। হাডুডু খেলায় দুটি দল থাকে। প্রতি দলের অধীনে খেলোয়াড় থাকে ১২ জন। প্রতিবার ৭ জনের দল নিয়ে খেলতে হয়। বাকি ৫ জনকে রাখা হয় অতিরিক্ত হিসেবে। হাডুডু খেলার মাঠের মাপ ৪২ ফুট লম্বা ও ২৭ ফুট চওড়া। মাঠের ঠিক মাঝখানে দাগ কেটে মাঠকে দু ভাগে ভাগ করা হয়। এই ভাগকে ‘কোট’ বলে। শিশু-কিশোরদের উপযোগী এ খেলাটি খেলতে প্রয়োজন হয় তীক্ষ্নবুদ্ধি, ক্ষিপ্রগতি, প্রবল শক্তি, সুচতুর কায়দা, দীর্ঘস্থায়ী দম ও সঠিক সিদ্ধান্ত। আমাদের গ্রামে-গঞ্জে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, বিদ্যালয়ে-বিদ্যালয়ে হাডুডু খেলার প্রতিযোগিতা হয়। বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এই খেলার প্রচলন রয়েছে। আমাদের উচিত এই খেলাকে আরও জনপ্রিয় করে তোলা।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. অনুচ্ছেদটিতে মূলত কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?
ক. হকি খেলা খ. ক্রিকেট খেলা গ. হাডুডু খেলা ঘ. ফুটবল খেলা
২. বাংলাদেশেল জাতীয় খেলা কোনটি?
ক. হকি খেলা খ. ফুটবল গ. হকি ঘ. হাডুডু
৩. হাডুডু খেলা শিশু-কিশোরদের জন্য উপযোগী। কারণ—
ক. এ খেলায় রয়েছে প্রচুর আনন্দ খ. খেলটিতে সামান্য শক্তির প্রয়োজন হয়
গ. খেলাটি অত্যন্ত সহজ ঘ. কোনো কৌশল ছাড়াই খেলাটি খেলা যায়
৪. হাডুডু খেলার জন্য যে মাঠ প্রয়োজন—
ক. খোলা মাঠ খ. বালুময় মাঠ গ. কর্দমাক্ত মাঠ ঘ. ঘাসযুক্ত মাঠ।
৫. ‘গঞ্জ’ শব্দের ‘ঞ্জ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে—
ক. জ + ঞ খ. ঞ + জ গ. জ + জ ঘ. ন + জ।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. গ. হাডুডু খেলা; ২. ঘ. হাডুডু; ৩. ক. এ খেলায় রয়েছে প্রচুর আনন্দ; ৪. ক. খোলা মাঠ; ৫. খ. ঞ + জ।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:

শব্দ শব্দার্থ
সর্বাধিক - সবচেয়ে বেশি
উত্পত্তি - জন্ম
মুক্ত খোলা
কায়দা - কৌশল
দম - গৃহীত শ্বাস বা প্রশ্বাস
প্রচুর - অনেক
ক. নদীর — পাহাড়ে। খ. পদ্মায় — ইলিশ মাছ পাওয়া যায়।

গ. মা আমাকে — স্নেহ করেন।
ঘ. — জীবন সবাই চায়।
ঙ. ইমন অনেকক্ষণ — ধরে রাখতে পারে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. উত্পত্তি; খ. প্রচুর; গ. সর্বাধিক; ঘ. মুক্ত; ঙ. দম।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ৫×৩=১৫
ক. হাডুডু খেলা শিশু-কিশোরদের জন্য উপযোগী কেন? পাঁচটি বাক্যে লেখো।
খ. একজন হাডুডু খেলোয়ারের পাঁচটি যোগ্যতা উল্লেখ করো।
গ. হাডুডু খেলাকে কীভাবে আরও জনপ্রিয় করে তোলা যায়?
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
হাডুডু খেলায় প্রচুর আনন্দ ও উত্তেজনা বিরাজ করে। এই খেলা শিশু-কিশোরদের শরীর গঠনে সাহায্য করে। প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। মানসিক দৃঢ়তা অর্জিত হয়। এ কারণে খেলাটি শিশু-কিশোরদের জন্য উপযোগী।
(খ)
হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা। এই খেলাটি খেলতে একজন খেলোয়াড়ের বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়। তীক্ষ্নবুদ্ধি ও ক্ষিপ্র গতি এই খেলার অন্যতম যোগ্যতা। এ ছাড়াও প্রবল শক্তি, দীর্ঘস্থায়ী দম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই খেলার বিশেষ যোগ্যতা হিসাবে গণ্য করা হয়।
(গ)
হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা। কিন্তু বর্তমানে ক্রিকেট, ফুটবল প্রভৃতি খেলার ব্যাপক প্রসারের ফলে হাডুডু খেলা হ্রাস পাচ্ছে। আমাদের সবার উচিত গ্রামে-গঞ্জে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, বিদ্যালয়ে-বিদ্যালয়ে এই খেলার আয়োজন করা। এ ধরনের আয়োজন করলে এই খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

Post a Comment