শ্রেণি: ৫ম

বিষয়: গণিত

অনুশীলনী-১২ (ক) ও (খ)
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. লোকসংখ্যা গণনা কি?
(ক) কৃষি শুমারি (খ) আদম শুমারি√
(গ) পশু শুমারি (ঘ) কোনটি নয়
2. বাংলাদেশের আয়তন কত?
(ক) ১,৫৭,৫৭০ বর্গ কি.মি.(খ) ১,৫৭,৪৭০ বর্গ কি.মি.
(গ) ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.√(ঘ) ৫৭০ বর্গ কি.মি.
3. ১৯৯১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
(ক) ৭ কোটি ৬৩ লক্ষ     (খ) ১১ কোটি ১৪ লক্ষ √
(গ) ৮ কোটি ৯৯ লক্ষ    (ঘ)প্রায় ১২ কোটি ৩৯ লক্ষ
4. ২০০১ সালে বাংলাদেশের মোট পুরুষের সংখ্যা কত ছিল?
(ক) ১২৩৮৫১১২০ জন (খ) ৫৯৯৫৬৩৮০ জন
(গ) ৬৩৮৮৯৪৭৪ জন (ঘ) ৬৩৮৯৪৭৪০ জন√
5. সাধারণত কত বছর পর আদম শুমারি হয়ে থাকে?
(ক) ১ বছর (খ) ৫ বছর
(গ) ২০ বছর (ঘ) ১০ বছর √
6. একটি গ্রামের আয়তন ৫ বর্গকিলোমিটার। সেই গ্রামে ৪০০০ লোক বাস করে। ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ৪০০০ জন (খ) ৮০০ জন√
(গ) ৭০০ জন (ঘ) ৭৫০ জন
7. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) মোট নারী সংখ্যা ৭,১২,৫৫,০০০
(খ) নারী ও পুরুষের সংখ্যা দ্বিগুণ
(গ) মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লক্ষ√
(ঘ) মোট পুরুষের সংখ্যা ৭,১০,৬৪,০০০
8. কত বছর পর আদম শুমারী হয়?
(ক) ৫ বছর (খ) ১০ বছর√
(গ) ১৫ বছর (ঘ) ২০ বছর
9.  এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কততম স্থানে রয়েছে?
(ক) ৮৫ তম (খ) ৮০ তম
(গ) ৯০ তম √ (ঘ) ৯২ তম
10. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কততম ?
(ক) ৮ম (খ) ৯ম√
(গ) ১০ম (ঘ) ৭ম
11. সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যম কোনটি?
(ক) উপাত্ত (খ) লেখচিত্র √
(গ) স্তম্ভ (ঘ) সারণি
12. ২০১০ সালের রিপোর্ট অনুযায়ী ভুটানের লোকসংখ্যা প্রায়-
(ক) ৭ লক্ষ (খ) ৮ লক্ষ
(গ) ৯ লক্ষ√ (ঘ) ১০ লক্ষ

সংক্ষিপ্ত প্রশ্ন:

13. ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর ঃ ১৪,২৩,১৯,০০০।
14. ২০০১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
উত্তর ঃ ১২ কোটি ৩৯ লক্ষ।
15. ১৯৮১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
উত্তর ঃ ১১ কোটি ১৪ লক্ষ।
16. ২০১১ সালের হিসাব অনুযায়ী মোট পুরুষের সংখ্যা কত ছিল?
উত্তর ঃ ৭,১২,৫৫,০০০।
17. ২০১১ সালের হিসাব অনুযায়ী মোট নারীর সংখ্যা কত ছিল?
উত্তর ঃ ৭,১০,৬৪,০০০।
২০১০ সালের হিসাব অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ছিল?
উত্তর ঃ ১২১ কোটি ৪৫ লক্ষ।
18. ৯ লক্ষ প্রায় কোন দেশের লোকসংখ্যা?
উত্তর ঃ ভুটানের।
19. মায়ানমারের লোকসংখ্যা কত?
উত্তর ঃ ৫কোটি ৫ লক্ষ।
20.  জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?
উত্তর ঃ কোন এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হল ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব।
21. ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
উত্তর ঃ ১০৫০ জন।
22. ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর ঃ ১৫০২ (প্রায়)
23. বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
উত্তর ঃ বান্দরবান জেলায়।
24. সর্বশেষ কোন সালে বাংলাদেশে আদমশুমারি হয়?
উত্তর ঃ ২০১১ সালে।
25. ২০১০ সালে পাকিস্তানের জনসংখ্যা কত ছিল?
উত্তর ঃ ১৮ কোটি ৪৮ লক্ষ।
26. ২০১১ সালের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ১৫০২ জন (প্রায়)।

Post a Comment