ইসলাম ও নৈতিক শিক্ষা
পঞ্চম শ্রেণি
চতুর্থ অধ্যায়ঃ কুরআন মাজিদ শিক্ষা

১. গুন্নাহ বলতে কী বোঝ?
উত্তরঃ গুন্নাহ বলতে নাক ব্যবহার করে কুরআন মজিদ উচ্চারণ করাকে বুঝি।
২. কুরআন মজিদ কার ওপর নাজিল করা হয়?
          উত্তরঃ কুরআন মজিদ মহানবি হযরত মুহাম্মদ (স)-এর ওপর নাজিল করা হয়।
৩.  বর্ণের মাখরাজ কোনটি?
          উত্তরঃ বর্ণের মাখরাজ হলো কণ্ঠনালি।
৪. কোনটি ‘ওয়াক্ফ’ এর চিহ্ন কমার স্থলাভিষিক্ত?
          উত্তরঃ ওয়াক্ফ এর চিহ্ন কমার স্থলাভিষিক্ত ‘’ (ত্ব)।
৫. কোন  ঐশি গ্রন্থ যেমন নাজিল হয়েছিল তেমনি আছে?
          উত্তরঃ পবিত্র কুরআন মজিদ।
৬. মানুষের কল্যাণের ঘোষণা কোথায় রয়েছে?
          উত্তরঃ মানুষের কল্যাণের ঘোষণা পবিত্র কুরআন মজিদে রয়েছে।
৭. মহানবি (স) এর সাহাবীগণ কী করে পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিল?
          উত্তরঃ কুরআন মজিদের অর্থ বুঝে এবং এতে বর্ণিত নির্দেশাবলি পালন করার মাধ্যমে।
৮. কুরআন মজিদের ভাষা কী?
          উত্তরঃ কুরআন মজিদের ভাষা আরবি।
৯. কুরআন মজিদের অর্থ ঠিক রাখতে হলে তোমার কী করণীয়?
          উত্তরঃ সঠিক ও শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা।
১০. আল্লাহর কালামের অর্থ কখন ঠিক থাকে না?
          উত্তরঃ সঠিক উচ্চারণে কুরআন তেলাওয়াত না করলে।
১১. আরবি ২৯টি বর্ণ কয়টি স্থান হতে উচ্চারিত হয়?
          উত্তরঃ আরবি ২৯টি বর্ণ ১৭টি স্থান হতে উচ্চারিত হয়।
১২. মাখরাজ কাকে বলে?
          উত্তরঃ আরবি শব্দ উচ্চারনের সময় মুখের এক এক জায়গা থেকে এক একটি হরফ উচ্চারিত হয়। এখনো জিহ্বা, কখনো তালু, কখানো দাঁত, কখনো ঠোঁট, কখনো কন্ঠনালিÑনানা স্থান থেকে হরফ উচ্চারিত করা হয়। সুতারাং আরবি হরফ উচ্চারনের স্থানকে মাখরাজ বলে। যেমনঃ- ﺍﺏ = আলিপ বা যবর আব। এখানে বা বর্ণের উচ্চারণের সময় আওয়ার্জ দুই
ঠোঁটে এসে থেমে গেছে। কাজেই ‘’ বর্ণের মাখরাজ দুই ঠোঁট।
১৩. ওয়াক্ফে তাম কী?
          উত্তরঃ ওয়াক্ফে তাম হলো আয়াতের শেষে থাকা “ ” চিহ্ন, যেটি দেখলে তিলাওয়াতকারীকে অবশ্যই থাকতে হয়।
১৪. কুরআন পাঠের উদ্দেশ্যগুলো কী কী?
          উত্তরঃ কুরআন পাঠের উদ্দেশ্য হলো সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত করা। এর অর্থ বুঝা। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা আর, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই কুরআন পাঠের উদ্দেশ্য।
১৫. কণ্ঠনালির হরফগুলো কী কী?
          উত্তরঃ কণ্ঠনালির হরফগুলো হলো-  -, - , -
১৬. তাজবীদ কাকে বলে?
          উত্তরঃ যে বিষয় পাঠ করলে শুদ্ধ ভাবে কুরআন মজিদ তিলাওয়াতে নিয়ম জহানা যায় তাকে তাজবীদ বলে। তাজবীদে থাকে মাখরাজ, ইদগাম, গন্নাহ ইত্যাদি বিষয়ের বিবরণ।
১৭. ওযাক্ফ কাকে বলে?
          উত্তরঃ কুরআন মজিদ শুদ্ধ ভাবে তিলাওতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। এ চিহ্নগুলোর দ্বারা কোথায় থামতে হবে, কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে। সুতারাং এ বিরাম চিহ্নকে ওয়াক্ফ বলে।
১৮. কোনটি আগে কুরআন মজিদে দেওয়া ছিলনা?
          উত্তরঃ বিরাম চিহ্নগুলো আগে কুরআন মজিদে দেওয়া ছিল না।
১৯. আয়াতের শেষে কোন চিহ্ন থাকে?
          উত্তরঃ আয়াতের শেষে ওয়াক্ফে তায চিহ্ন থাকে।
২০. গুন্নাহ করা কী?
          উত্তরঃ সুন্নাহ করা ওযাজিব।
২১. সূরা ফীল এর আয়াত সংখ্যা কয়টি?
          উত্তরঃ সূরাফলি-এর আয়াত সংখ্যা ৫টি।
২২. গুন্নাহ কী?

উত্তরঃ নাসিকা ব্যবহার করে আরবি হরফ উচ্চারণ করা কে গুন্নাহ বলে।

Post a Comment