যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, গণিত বিষয়ের ১ নম্বর প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।’ মনে রাখবে, এ প্রশ্নে ২৪টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে যার মধ্যে ২০টি হবে যোগ্যতাভিত্তিক। পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

.প্রশ্ন: বাবুলের একটি খাতায় ৭৭টি পৃষ্ঠা আছে। ঠিক সেরকম ১০টি খাতার মোট পৃষ্ঠাসংখ্যা কত ?
ক. ৮৭ খ. ৬৭ গ. ৭৭১০ ঘ. ৭৭০
উত্তর: ঘ. ৭৭০
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র কোনটি সঠিক হবে?
ক. ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ভাগফল
খ. ভাজ্য ÷ ভাগফল গ. ভাজ্য × ভাগফল
ঘ. (ভাজ্য + ভাগশেষ) ÷ভাগফল
উত্তর: ক. ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ¸ ভাগফল
প্রশ্ন: নিপা অংক করার সময় ২৬০ কে ২০ দ্বারা ভাগ করল। এখন ভাগফল কত হবে?
ক. ১৩০ খ. ২৬ গ. ১২ ঘ. ১৩
উত্তর: ঘ. ১৩
প্রশ্ন: মামুন স্কুলের পাশের লাইব্রেরি থেকে ৮টি খাতা ৩২ টাকা দিয়ে কিনল। ১টি খাতার দাম কেমন হবে?
ক. কম হবে খ. সমান হবে গ. বেশি হবে ঘ. দ্বিগুণ হবে
উত্তর: ক. কম হবে
প্রশ্ন: হাবিব ৪টি পেনসিল কিনল ১২ টাকা দিয়ে। তাহলে ৬টি পেনসিলের দাম কেমন হবে?
ক. কম হবে খ. বেশি হবে গ. সমান হবে ঘ. দ্বিগুণ হবে
উত্তর: খ. বেশি হবে
প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৫ টাকা হলে, ৬টি পেনসিলের দাম কত?
ক. ৩০ টাকা খ. ১৮ টাকা গ. ১৫ টাকা ঘ. ১২ টাকা
উত্তর: ক. ৩০ টাকা
প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টির দাম কত?
ক. ৩ টাকা খ. ৪ টাকা গ. ২৪ টাকা ঘ. ৭২ টাকা
উত্তর: খ. ৪ টাকা
প্রশ্ন: এক ডজন কলার দাম ৫০ টাকা হলে, ৬টি কলার দাম কত?
ক. ২৫ টাকা খ. ১২০ টাকা গ. ১৫৪ টাকা ঘ. ১৪০ টাকা
উত্তর: ক. ২৫ টাকা
প্রশ্ন: সাভার আশুলিয়ার একটি পোশাক কারখানায় ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ওই কাজ ১৫ জন লোক কত দিনে শেষ করতে পারবে?
ক. ১৫ দিন খ. ২০ দিন গ. ২৫ দিন ঘ. ৩০ দিন
উত্তর: খ. ২০ দিন
প্রশ্ন: সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ৩০০ জন লোক যে খাদ্য ৩০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৬০ দিনে খেতে পারবে?
ক. ১০০ জন খ. ১৫০ জন গ. ২০০ জন ঘ. ২৫০ জন
উত্তর: খ. ১৫০ জন
প্রশ্ন: দিপু ১০টি খাতা ২৪০ টাকা দিয়ে কিনল, ১টি খাতার দাম কত পড়ল?
ক. ১০০ টাকা খ. ১০ টাকা গ. ২০ টাকা ঘ. ২৪ টাকা
উত্তর: ঘ. ২৪ টাকা।

Post a Comment