Bricks
1. ইট প্রস্তুতির আদর্শ মূত্তিকার রাসায়নিক গঠন উল্লেখ কর
উত্তর:-
i. সিলিকা (SiO2) 55%
ii. অ্যালুমিনা (Al2O3) 30%
iii. আয়রন অক্সাইড (Fe2O3) 8%
iv. ম্যাগনেশিয়া (MgO) 5%
v. লাইম (CaO) 1%
vi. জৈব পদার্থ 1%
মোট= 100%
2. ইটের মাটি অনিষ্টকারি উপাদানগুলো কি কি ?
উত্তর:-
i. অতিরিক্ত চুন
ii. অতিরিক্ত জৈব পদার্থ
iii. লবণ জাতিয় পদার্থের উপস্থিতি
iv. আয়রণ পিরা্ইটস এর উপস্থিতি
v. নুড়ি পাথরের উপস্থিতি
3. প্রথম শ্রেণির ইটের বৈশিষ্ট লিখ
উত্তর:-
i. ইট শক্ত, টেকসই, দূঢ়বদ্ধ গঠন, ফাটলমুক্ত, ঝাঝরাহীন হবে
ii. ইটের রং গাড় লাল তাম্র রংয়ের হবে এবং রং সাম্যতা থাকে
iii. অপর ইট বা হাতুড়ীর আঘাতে দাতব শব্দ সৃষ্টি হবে
iv. ইটের আকার সাম্য থাকবে এবং পৃষ্ঠসমূহ সমান্তরাল কিন্তু অমসৃণ হবে
v. নখ বা ছুরি দ্বারা স্বাভাবিক আচড় দিলে কোন দাগ পড়বে না
vi. ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে উহা নিজস্ব ওজনের / অংশের বেশি পানি শোষণ করবে না
vii. পানিতে ভিজিয়ে রাখলে আদ্রতা পরিবর্তনে ইটের আয়তন পরিবর্তন হবে না
viii. উৎকৃষ্ট ইটের তাপ পরিবাহিতা নূন্যতম হবে
ix. আদর্শ ইট দাহ্য নয় এবং দহনে সহায়তা করে না
x. ইটে অতিরিক্ত লাইম বা চুন থাকবে না
xi. ই্উ দ্রবীভূত লবণের পরিমাণ .% এর বেশি হবে না

xii. ইট কম পোড়া বা বেশি পোড়া হবে না

Post a Comment