সিমেন্ট(Cement)
১। সিমেন্টের উপাদানিক গঠন কত প্রকার ও কি কি ? উপাদানিক গঠনের তালিকা লিপিবদ্ধ কর ?
উত্তর : সিমেন্টের গাঠনিক উপাদান দুই প্রকার । যথা:-
i. খনিজ উপাদান 
ii. অম্ল ও ক্ষারকীয় বা রাসায়নিক উপাদান ।
ক) খনিজ উপাদানের তালিকা :-
a. ট্রাই ক্যালসিয়াম সিলিকেট (3CaO.SiO2-C3S) 50%
b. ডাই ক্যালসিয়াম সিলিকেট (2CaO.SiO2-C2S) 25%
c. ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট (3CaO.Al2O3-C3A) 10%
d. টেট্রা ক্যালসিয়াম এলুমিনেট ফেরাইট(4CaO.Al2O3Fe2O3-C4AF) 10%
e. ক্যালসিয়াম সালফেট (CaSO4) 3%
f. অন্যান্য যৌগ : 2%
মোট= 100%
খ) অম্ল ও ক্ষারকীয় বা রাসায়নিক উপাদানের তালিকা :
a. লাইম বা ক্যালসিয়াম অক্সাইড(CaO) 63%
b. সিলিকা (SiO3) 22%
c. এলুমিনা (Al2O3) 7%
d. আয়রন অক্সাইড(Fe2O3) 3%
e. ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) 2%
f. সালফার ট্রাই অক্সাইড (SO3) 2%
g. পটাসিয়াম ও সোডিয়াম অক্সাইড 0.3%
h. ক্ষারকিয় পদার্থ (Alkalies) 0.7%
মোট= 100%
২) বিভিন্ন প্রকার মসলার উপাদানগুলোর তালিকা উল্লেখ কর ?
Solution:
i. Lime Morter : Lime + Sand + Water
ii. Surki Morter : Lime + Surki + Water
iii. Lime Surki Morter : Lime + Sand + Surki + Water
iv. Cement Morter : Cement + Sand + Water
v. Mud Morter : Mud + Rise Husk + Water
৩) বিভিন্ন প্রকার সিমেন্টের স্থিতি ভবনের সময় উল্লেখ কর ?
উত্তর :-
Type Of Cement Initial Setting Time(mixm) Final Setting Time (Maxm)
High early Cement 30 minute(min) 10 hours
General Portland Cement 30 minute(min) 10 hours
Quick Setting Cement 5 minute (min) 30 minute
৪) সমুদ্রের পানির ক্রিয়া রোধে কোন ধরনের সিমেন্ট উপযোগী ?
উত্তর :-
সমুদ্রের পানিতে বিদ্যমান সোডিয়াম বা ম্যাগনেসিয়াম সালফেট, সিমেন্টের ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট এর সহিত বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফো অ্যালুমিন্টে উৎপন্ন হয় ইহার ফলে মসলা ও কংক্রিট এর আয়তন পরিবর্তিত হয় এবং ইহার বিয়োজন ঘটে । ডাই সালফেটের এই ক্রিয়া বন্ধের জন্য সালফেট রোধী সিমেন্টের উপাদানে ৫-৬% এর কম ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট যোগ করা হয় ।
৫) জিপসাশ কি ? সিমেন্ট তৈরিতে এর ভূমিকা কি ?
উত্তর :-
CaSO4.2H2O সংকেত বিশিষ্ট রাসায়নিক যৌগকে জিপসাশ বলে । ইহা সিমেন্ট জমাট বাধার সময় নিয়ন্ত্রন করে । ইহা সিমেন্ট Setting Action মন্থর করে Setting time বৃদ্ধি করে ।
৬) বিভিন্ন প্রকার সিমেন্টর ব্যাবহার উল্লেখ কর ?
উত্তর :-
i. Color cement : মোজাইক বা সৌন্দয্য বর্ধক কাজে ।
ii. High early strength Portland cement : দ্রুত কঠিনীভবন অর্জন করার কাজে ।
iii. Aluminous cement : ২৪ ঘন্টায় শক্ত করে ৭৫% শক্তি অর্জনের কাজে ।
iv. Clay Cement : সামুদ্রিক নির্মান কাজে ।
v. Air entraining cement : বরফ আচ্ছাদিত স্থানে ।
vi. Pazzoleanic cement : অগ্নি নির্বাপক কাজে ।
৭) পরিক্ষাগারে সিমেন্টের কি কি পরিক্ষা করা হয় ?
উত্তর :-
i. Testing for fineness
ii. Test for setting time
a) Initial setting time
b) Final setting time
iii. Test for soundness
iv. Test for chemical composition
v. Test for strength
a) Tensile strength
b) Compressive strength
৮) সিমেন্টের ধর্স বা গুনাগুনসমূহ উল্লেখ কর ?
উত্তর:-
সিমেন্টের ধর্ম বা গুনাগুনসমূহ হলো:- 
i. সিমেন্টের পানি যোজন (Hydration)
ii. সিমেন্টের জমাট বদ্ধতা (Setting Of Cement)
iii. সিমেন্টর সূক্ষতা (Fineness Of Cement)
iv. সিমেন্টের নিখুঁদতা (Soundness Of Cement)
v. সিমেন্টের শক্তি (Strength Of Cement)
৯) সিমেন্ট কত প্রকার ও কি কি ?
উত্তর:-
সিমেন্টকে প্রধাণত তুই শ্রেণীতে ভাগ করা হয়েছে । যথা :-
a) প্রাকিৃতিক সিমেন্ট ও
b) কৃত্তিম সিমেন্ট
এছাড়াও বিশেষ ধরনের উদ্দেশ্য পূরণের জন্য বিভিন্ন প্রকারের সিমেন্ট পাওয়া যায় । যথা:-
I. কুইক সেটিং সিমেন্ট
II. লো হিট সিমেন্ট
III. র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট
IV. হোয়াইট সিমেন্ট
V. কালার্ড সিমেন্ট
VI. সালফেট রেজিস্টিং সিমেন্ট
VII. এলুমিনাস সিমেন্ট ইত্যাদি ।।
১০) সিমেন্ট উপাদান ও তাদের কার্য়াবলী বর্ননা কর ?
উত্তর:-
সিমেন্টর উপাদানসমূহ নিচে বর্ণনা করা হল:-
A. লাইম বা চুন(CaO)- সিমেন্টর চুনের পরিমাণ শতকরা ৬০-৭০ ভাগ । প্রয়োজনের তুলনায় চুনের পরিমাণ কম হলে সিমেন্টর শক্তি কমে যায় এবং তাড়াতাড়ি জমাট বাঁধে । আবার পরিমাণ বেশি হলে সিমেন্টে খুঁতযুক্ত হয় ।
B. সিলিকা(SiO2)- সিমেন্টে সিলিকার পরিমাণ শতকরা ২০-২৪ ভাগ । সিলিকা সিমেন্টের শক্তি বাড়ায় ।
C. এলুমিনা(Al2O3)- সিমেন্ট এলুমিনা এর পরিমাণ শতকরা ৩-৮ ভাগ । এলুমিনা সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে ।
D. আয়রন অক্সাইড(Fe2O3)- সিমেন্টে আয়রন অক্সাইড এর পরিমাণ শতকরা ২-৪ ভাগ । এটা সিমেন্টের কাঠিন্য ও শক্তি বাড়ায় । এছাড়াও আয়রণ অক্সাইড সিমেন্টের রং দান করে ।
E. ম্যাগনেশিয়াম অক্সাইড(MgO)- এই উপাদানের পরিমাণ শতকরা ২ ভাগ এর বেশি নয় এটা সিমেন্টের জন্য ক্ষতিকর এবং সিমেন্টের শক্তি কমিয়ে দেয় ।
F. সালফার ট্রাই অক্সাইড(SO3)- এটার পরিমাণ শতকরা ২ ভাগের বেশি থাকা উচিত নয় । এটা সিমেন্টকে খুঁতযুক্ত করে ।
G. ক্যালসিয়াম সালূফেট(CaSO4)- ক্যালসিয়াম সালফেট হিসাবে জিপসাম মিশ্রিত করা হয় । জিপসাম সিমেন্টর জমাট বাঁধার সময়কে নিয়ন্ত্রন করে ।
H. ক্ষারকীয় পদার্থ- সিমেন্টে এ উপাদানের পরিমাণ শতকরা ১ ভাগের বেশি নয় । ক্ষারকীয় পদার্থের পরিমান বেশি হলে সিমেন্ট লোনাযুক্ত হয় ।
১১) সিমেন্ট কি কি পদ্ধতিতে তৈরি করা হয় ?
উত্তর:-
আমাদের দেশে সাধারনত দুই পদ্ধতিতে সিমেন্ট তৈরি করা হয় । যথা:-
1) সিক্ত পদ্ধতি ও
2) শুষ্ক পদ্ধতি ।।

Post a Comment