কাঠ(Timber)
১) টিম্বার বলতে কি বোঝায় ?
উত্তরঃ-
আমরা বৃক্ষ হতে টিম্বার পাই । সাধারণত প্রকৌশল কাজে ব্যবহার উপযোগী কমপক্ষে ৬০ সেন্টিমিটার বেড়ের বৃক্ষ কাণ্ড হতে প্রাপ্ত নির্দিষ্ট আকার আকৃতির কাঠকে টিম্বার বলে । টিম্বার বহিঃবধিঞ্চু গাছ থেকে সংগ্রহ করা হয় ।
২) গাছ কাটার উপযুক্ত সময় উল্লেখ কর ?
উত্তরঃ-
গাছের শ্রেণী, উৎপাদনের প্রকৃতি, স্থানীয় জলবায়ু ইত্যিাদি বিষয়ের উপর গাছ কাটার উপযোগী সময় নির্ধারণ করে । আমাদের দেশে মধ্য গ্রীষ্ম অথবা মধ্য শীতকালই গাছ কাটার উত্তম সময় কারণ ঐ সময়ে গাছের মধ্যে পল রস সঞ্চালন প্রায় বন্ধ থাকে ।
৩) কাঠের খুঁত কি কি ?
উত্তরঃ-
কাঠের খুঁত দুই প্রকার । যথা-
a) প্রাকৃতিক খুঁত । যেমন- গিট, ফাট, ত্বক স্কোটক, উল্টানো আঁশ ইত্যাদি ।
b) রুপান্তর বা ব্যবহারজনিত খুঁত । যেমন- তোবড়ান ।
৪) ঋতুসহকরন কি ?
উত্তরঃ-
কাঠ যখন কাটা হয় তখন তাতে প্রচুর রস বিদ্যামান থাকে । পলরস সহ কাঠ কাজে লাগালে পরবর্তিতে ঋতু পরিবর্তনের সাথে সাথে কাঠ সংকুচিত হয় ও সম্প্রসারিত হয় । তাই কাঠের ব্যাবহারের পূর্বে তা থেকে পলরস বের করে নিতে হয় । কাঠের কোষ এবং কোষ প্রাচীরে অবস্থিত পলরস ও জলীয় কণা যে প্রকৃয়ায় অপসারন করা হয় তাকে কাঠের ঋতুসহকরন বলে ।
৫) কাঠ সংরক্ষন বলতে কী বুঝায় ?
উত্তরঃ-
কাঠ ব্যবহারের পূর্বে বা পরে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ বা পচন দ্বারা ক্ষতিগ্রস্থ হয় । কাঠকে বিভিন্ন প্রকার কীটপতঙ্গে আক্রমনের কারণে এবং পচনের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে ব্যাবস্থা নেয়া হয় তাকে কাঠ সংরক্ষন বলে ।
৬) গাছের শ্রেণী বিভাগ লিখ ?
উত্তরঃ-
গাছ দুই শ্রেণীতে বিভক্ত । যথা-
a) বহিঃবর্ধিষ্ণু গাছ ।
b) অন্তঃবর্ধিষ্ণু গাছ ।
৭) কাঠের পচন কি কি ?
উত্তরঃ-
কাঠের পচন সাধারণত দুই প্রকার । যথাঃ-
a) আর্দ পচন (Wet rot)
b) শুষ্ক পচন (Dry rot)
৮) লগ কি?
উত্তরঃ-
গাছের শাখা প্রশাখা ছেদন করে কার্য়োপযোগী দৈর্ঘের কাণ্ডকে লগ বলে ।
৯) তক্তা ও ব্যাটেনের মধ্যে পার্থক্য লিখ ?
উত্তরঃ-
তক্তা- ২.৫ থেকে ৫ মিটার লম্বা এবং ১০ সেন্টিমিটার পুরু কাঠের স্লাবকে তক্তা বলে ।
ব্যাটেন- ৫ থেকে ৬ সেন্টিমিটার পুরু এবং ২৩ সেন্টিমিটারের কম প্রশস্ত তক্তাকে ব্যাটেন বলে ।
১০) কাঠের পচন বলতে কি বুঝায় ?
উত্তরঃ-
কাঠ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে ছত্রাক ঘটিত বিনাশন শুরু হওয়াকে পচন বলে । ছত্রাক সাধারনত খালি চোখে দেখা যায় না তবে এরা কাঠের আঁশ ও কোষের সাথে মিশে থাকে ।
১১) ঋতুসহকরনের পদ্ধতিগুলো উল্লেখ কর ?
উত্তরঃ-
কাঠে সাধারনত দুই পদ্ধুতিতে ঋতুসহকরন করা হয় ।
যখা-
a) প্রাকৃতিক ঋতুসহকরণ ।
b) কৃত্রিম ঋতুসহকরণ ।
প্রাকৃতিক ঋতুসহকরন আবার দুই ভাগে ভাগ করা যায়-
a) বাতাসের সাহায্যে ঋতুকরণ ।
b) পানির সাহায্যে ঋতুকরণ ।
কৃত্রিম ঋতুসহকরণ নিন্মলিখিতভাবে করা যায়-
a) বাষ্পিভবন বা স্ফুটন ।
b) ধুঁয়া শুস্কীকরণ ।
c) রাসায়নিক ঋতুসহকরণ ।
d) বৈদ্যুতিক ঋতুসহকরণ ।

e) ধারাবাহিক চুল্লি ঋতুসহকরণ ।
কাঠ(Timber)
১২) কাঠের ব্যবহারিক ক্ষেত্রগুলো উল্লেখ কর ?
উত্তরঃ- 
নিন্মে কাঠের ব্যবহারিক ক্ষেত্রগুলো বর্ণনা করা হল-
1) নির্মান ক্ষেত্রঃ
a) হালকা কাজ- বীম, খুঁটি, ট্রাস, দরজা-জানালার ফ্রেম, রেল-স্লিপার, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি ।
b) ভারি কাজ- পাইল, সেতুর খুঁটি, সিড়ি, মেঝে ইত্যাদি ।
2) আসবাবপত্র- চেয়ার, টেবিল, খাট, আলমারি ইত্যাদি ।
3) পরিবহন- লঞ্চ, নৌকা, বাস, ট্রাক ইত্যাদি ।
4) অস্থায়ী নির্মাণে- শাটারিং, স্ক্যাফোণ্ডিং ইত্যাদি ।
5) শিল্প ও বানিজ্য- বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম, দিয়াশলাই, ভিনিয়ার, প্লাইউড ইত্যাদি ।
১৩) কাঠ সাদৃশ্য সামগ্রী বলতে কি বুঝায় ?
উত্তরঃ- 
কৃত্রিমভাবে তৈরি কাঠের মত গুনসম্পন্ন, সৌন্দর্য বর্ধক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়, যার গুনগত মান, তাপ, শব্দ, অগ্নিরোধকের মাত্রা ওজন দাম ইত্যাদি প্রায় কাঠের মত সেগুলোকে কাঠ সাদৃশ্য সামগ্রী বলে । যেমন- ভিনিয়ার, প্লাইউড, পারটেক্স বোর্ড, হার্ডবোর্ড, ফাইবার বোর্ড প্লাস্টিক উড, ব্যাটেন বোর্ড ইত্যাদি ।
১৪) ভিনিয়ার বলতে কি বুঝায় ?
উত্তরঃ-
১.৫ মি.মি. থেকে ৬ মি.মি. পুরু করে চেরাই করা পাতলা কাঠের পাতকে ভিনিয়ার বলে । কেবলমাত্র সুগঠিত, সুষম ও সুদৃশ্য আঁশযুক্ত কাঠ থেকে ভিনিয়ার প্রস্তুত করা হয় । সাধারনত মূল্যবান কাঠ যেমন- সেগুন, মেহগনি ইত্যাদি থেকে ভিনিয়ার সংগৃহত হয় । প্রয়োজনীয় বর্ণের সাথে মানানসই করে ভিনিয়ারের রং করা হয় । শোভা বর্ধনের জন্য ভিনিয়ার ব্যবহৃত হয় । অনেক সময় প্রয়োজনীয় পূরুত্বে পাওয়ার জন্য মুল্যবান কাঠের আসঞ্জক শিরিশের দ্বারা সংযুক্ত করা হয় ।
১৫) পারটেক্স বোর্ড বলতে কি বুঝায় ?
উত্তরঃ-
পারটেক্স বোর্ড একটি কাঠ সাদৃশ্য সামগ্রী । এটি তৈরির প্রধান উপাদান হচ্ছে পাটকাঠি, ভিনিয়ার, ও কাষ্ঠ খণ্ড । প্রধান উপাদানগুলোকে মেশিনে কেটে মণ্ড তৈরি করা হয় । এগুলো ৬,১২,১৯ও২৫ মি.মি. পুরুত্বে ও ১২০সে.মি.*২৪০সে.মি. আকারে বাজারে পাওয়া যায় । এর ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন পানির সংস্পর্শে না আসে । রুচি সম্মত আসবাবপত্র, ফলস সিলিং পার্টিশন ইত্যাদিতে এটি ব্যবহৃত হয় । 
১৬) উৎকৃষ্ট কাঠ সংরক্ষকের গুনাগুনগুলো লিখ ?
উত্তরঃ-
উৎকৃষ্ট কাঠ সংরক্ষকের নিন্মের গুনাগুনগুলো থাকা উচিতঃ-
i. দামে সস্তা হবে ।
ii. সহজে ও নিরাপদে প্রয়োগযোগ্য হবে ।
iii. কাঠের কোষতন্ত্রের জন্য ক্ষতিকর হবে ।
iv. ব্যাবহারে দীর্ঘস্থায়ী হবে এবং পানিতে ধুয়ে যাবে না ।
v. আগুনে সহজে জলবে না । 
vi. কাঠের গভীরে প্রবেশ করতে পারবে ।
vii. এটি সৌন্দর্য বর্ধক হবে এবং উপকরণে ব্যবহৃত প্রলেপ নষ্ট করবে না ।
১৭) এক ইঞ্চিতে কত মিলিমিটার ?
উত্তরঃ ২৫.৪ মিলিমিটার ।
১৮) কাঠ কোন মাপে বেচা-কেনা হয় ?
উত্তরঃ ঘনফুট বা সি.এফ.টি ।
১৯) ১২"×১২"×১২" সাইজের কাঠের পরিমাণ কত? 
উত্তরঃ ১ ঘনফুট ।
২০) কাঠ শুকালে কি হয় ?
উত্তরঃ সিজনিং বা আবহাওয়া উপযোগী হয় ।
২১) গাছের ডালি থেকে কি সৃষ্টি হয় ?
উত্তরঃ গিট ।
২২) গাছের সৌন্দর্য বৃদ্ধি করে কিসে ?
উত্তরঃ গাছের আঁশ ।
২৩) সেগুন কাঠকে কাঠের কি বলা হয় ?
উত্তরঃ কাঠের রাজা ।
২৪) ভিনিয়ারের পুরুত্ব কত হয় ?
উত্তরঃ সর্বনিম্ন ২ মি.মি. ।
২৫) কাঠের বিকল্প কি কি ?
উত্তরঃ হার্ডবোর্ড, পারটেক্স, ফরমাইকা, প্লাইউড ইত্যাদি ।
২৬) বিল্ডিং এর চৌকাঠে কয়টি অংশ থাকে ?
উত্তরঃ ৩ টি ।
২৭) পাঁচ ইঞ্চি দেওয়ালে কোন মাপের চৌকাঠ ব্যবহার করা হয় ?
উত্তরঃ ৪"×৩" ।
২৮) পাল্লার পুরুত্ব কত?
উত্তরঃ ১*১/৪" ।
২৯) ৩ ফুট প্রস্থের একটি দরজার পাল্লাতে কত ঘনফুট কাঠ লাগে ?
উত্তরঃ কাঠের পরিমান= ৩×৭(১.২৫÷১২)=২.১৮ ঘনফুট ।
৩০) থাই অ্যালমিনিয়াম কোথায় ব্যবহার করা হয় ?
উত্তরঃ দালানের দরজা, জানালা, পার্টিশনে ইত্যাদিতে । 
৩১) কাঠের সিজনিং বলতে কি বুঝ ?
উত্তরঃ সদ্য চেরাই করা বা ভিজা কাঠ থেকে পানিকে কমিয়ে আবহাওয়ার সম-পরিমান করাকেই কাঠের সিজনিং বা মৌসুমীকরণ বলে । ভেজা কাঠে ৪০% থেকে ৬০% পানি থাকে । এ পানিকে রৌদ্রে শুকিয়ে বা সিজনিং প্লান্টের সাহায্যে কমিয়ে ৮%-১৪% এ নিয়ে আসাকে কাঠের সিজনিং বলে ।
৩২) কাঠের প্রিজারভেশনের উপকারিতা কি কি?
উত্তরঃ
কাঠের প্রিজারভেশন বা প্রক্রিয়াকরণের উপকারিতা নিম্নরুপ-
i. এ কাঠ পোকায় আক্রান্ত হয় না ।
ii. পানিতে সহজে নষ্ট হয় না ।
iii. কাঠের দীর্ঘ স্থায়ীত্বতা বৃদ্ধি পায় ।
iv. বৈদ্যুতিক খুঁটি, রেলওয়ের স্লিপার ইত্যাদি কাজে ব্যবহার করা যায় ।

Post a Comment