Crosshair Cursor বা প্যারালাল বারঃ

আনুভুমিক এবং উলম্ব দুটো রেখা ৯০ কোণে  পরস্পরকে ছেদ করে আছে এবং মাউসকে ডানে-বামে বা যে কোন দিকে নাড়া চাড়া করলে এটিও নাড়াচড়া করে একে পয়েন্টার বা Crosshair বলে। এবং একে অন্যান্য প্যাকেজে পয়েন্টার বলে।

Crosshair মডিফাইঃ যদি Crosshair মডিফাই করতে চাই তাহলে প্রথমে tools মেনু বার হতে

এ ক্লিক করুন।অথবা command Box op লিখে ইন্টার চাপুন।


এর পর নিচের চিত্রের মত একটি ডায়ালগ বক্স ওপেন হবে।


এবার Options বক্সের Display বাটনে ক্লিক করে, এবার লাল দাগ দেওয়া Crosshair size 

 বক্স এ নিদিষ্ট সাইজ লিখে Apply তে ক্লিক করুন। এর পর OK তে ক্লিক করে বের হয়ে আসুন দেখবে Crosshair size বড় হল।
Crosshair Color:  প্রথমে tools মেনু বার হতে options.. এ ক্লিক করুন।অথবা command Box op লিখে ইন্টার চাপুন। এর পর Options ডায়ালগ বক্সটি ওপেন হবে।এখানে  color বাটনে ক্লিক করুন।

 Drawing Window colors নামের ডায়ালক বক্স open হবে।এবার এখানে Interface element: বক্সে Crosshairs এ ক্লিক করুন। এর পর color বক্সে ক্লিক করুন এবং   নিদিষ্ট পচন্দের কালারের উপর ক্লিক করুন। Apply & Close বাটনে ক্লিক করুন। Options ডায়ালগ বক্সটির OK তে ক্লিক করে বের হয়ে আসুন। দেখবেন Crosshairs কালার পরিবর্তন হয়েছে।


Post a Comment