পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয়
পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট
গদ্যাংশের অনুচ্ছেদ অথবা কবিতাংশ থেকে। আজ থাকছে কবিতাংশ থেকে প্রশ্নোত্তর।
# প্রদত্ত
অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোনো বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্ধ করে
সে-বই তুমি ধরবে না।
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. কোথায় প্রদীপ জ্বলে?
ক. ঘরে খ. উঠোনে গ. বইয়ের পাতায়
ঘ. বনে
২. বইয়ের পাতা কী বলে?
ক. স্বপ্ন খ. গল্প গ. জাদু ঘ. রূপকথা
৩. কোনগুলো বই-ই নয়?
ক. যে বই ভয় দেখায় খ. যে বই জ্ঞানের
কথা বলে
গ. যে বই ভালো মানুষ হতে শেখায়
ঘ. পাঠ্যবই
৪. মনে কখন নতুন চিন্তাভাবনা আসে?
ক. বই পড়লে খ. গান শুনলে
গ. গল্প করলে ঘ. খেলাধুলা করলে
৫. ‘যে বই তোমায় বন্ধ করে’—বলতে কী বোঝানো হয়েছে?
ক. কিছু বই চিন্তা করতে দেয় না
খ. কিছু বই আমাদের স্বার্থপর করে
দেয়
গ. কিছু বই আমাদের চোখকে অন্ধ করে
দেয়
ঘ. কিছু বই স্বপ্ন দেখতে শেখায়।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. বইয়ের পাতায় ২. ক. স্বপ্ন ৩. ক. যে বই ভয় দেখায়
৪. ক. বই পড়লে ৫. খ. কিছু বই আমাদের স্বার্থপর করে দেয়।
২। শব্দার্থ লেখো।
ক. প্রদীপ খ.
স্বপ্ন গ. অন্ধ ঘ. বন্ধ ঙ. ভয়
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. প্রদীপ—বাতি।
খ. স্বপ্ন—স্বপন।
গ. অন্ধ—চোখে দেখতে পায় না এমন।
ঘ. বন্ধ—আটক।
ঙ. ভয়—ভীতি।
৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
ক. কোন ধরনের বই পড়তে হবে?
খ. ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে’—কথাটি বুঝিয়ে লেখো।
গ. ‘আমরা সব সময় ভালো বই পড়ব’—কেন?
৩ নম্বর
প্রশ্নের উত্তর
(ক)কিছু
বই আছে, যেগুলো সুন্দর ও শুভ চিন্তাভাবনার কথা বলে। আমাদের মনে জ্ঞানের প্রদীপ জ্বালায়।
আমরা সেই জ্ঞানের আলোয় স্বার্থপরতা ও মন্দ চিন্তা ভুলে যাই। আমাদের ভালো মানুষ হয়ে
ওঠার পথ দেখায়। এমন ধরনের বই পড়তে হবে।
(খ) বইয়ের
পাতা অনেক নতুন চিন্তা, নতুন কথা আমাদের সামনে তুলে ধরে। বইয়ের সেসব কথা পড়ে আমরা
নতুন করে ভাবতে শিখি, স্বপ্ন দেখতে শিখি। আমরা হয়ে উঠতে পারি নতুন মানুষ। তাই কবি
বলেছেন, ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে।’
(গ)ভালো
বই আমাদের সুন্দর ও শুভ চিন্তাভাবনা করতে শেখায়। আমাদের মনকে সুন্দর করে। স্বপ্নে
স্বপ্নে ভরিয়ে তোলে আমাদের মন। আমাদের সমাজের সেবা করতে শেখায়। এ কারণে আমরা সব সময়
ভালো বই পড়ব।
৪। কবিতাংশটুকুর
মূলভাব লেখো।
৪ নম্বর
প্রশ্নের উত্তর
এমন কিছু
বই আছে, যেগুলো মনের ক্ষুদ্রতা দূর তো করেই না, বরং মনকে আরও স্বার্থপর করে তোলে। মনকে
করে তোলে ঈর্ষা ও হিংসাপরায়ণ। এসব বই পড়লে মন আলোকিত হয় না; সুন্দর মানুষ হয়ে ওঠার
পথে বাধা হয়ে দাঁড়ায়। সে জন্য যে বই সুন্দর ও শুভ চিন্তাভাবনার কথা বলে, আমাদের
স্বপ্ন দেখায়, আমরা শুধু সে বই পড়ব।
Post a Comment