Auto CAD Space: অটোক্যাড এ Space দুই প্রকারঃ

1.ModelSpace
 2. Paper Space 
 Screen এর Color Change:  প্রথমে tools মেনু বার হতে options.. এ ক্লিক করুন।অথবা command Box op লিখে ইন্টার চাপুন। এর পর Options ডায়ালগ বক্সটি ওপেন হবে।এখানে  color বাটনে ক্লিক করুন।

Drawing Window colors নামের ডায়ালক বক্স open হবে।এবার এখানে Interface element: বক্সে Uniform background এ ক্লিক করুন। এর পর color বক্সে ক্লিক করুন এবং   নিদিষ্ট পচন্দের কালারের উপর ক্লিক করুন। Apply & Close বাটনে ক্লিক করুন। Options ডায়ালগ বক্সটির OK তে ক্লিক করে বের হয়ে আসুন। দেখবেন Screen কালার পরিবর্তন হয়েছে।


Post a Comment