পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
নাফিস একজন ছাত্র। সে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও তার বেশ আগ্রহ রয়েছে। স্কুলের মাঠে ‘আন্তঃস্কুল ক্রিকেট’ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস ষ ছবি: শামসুল হক টেংকুআজ ফাইনাল খেলা। নাফিস আগ্রহসহকারে ক্রিকেট খেলা দেখছে। ওয়ান ডে ক্রিকেট খেলা হচ্ছে। দুই দলে ১১ জন করে মোট ২২ জন খেলোয়াড় রয়েছেন। মাঠে খেলার সময় একদলের দুইজন ক্রিকেটার ব্যাট করছেন। অন্য দলের ১১ জন ক্রিকেটার ফিল্ডিং করছেন। এই ১১ জন ক্রিকেটারের মধ্যে একজন বল করছেন, একজন উইকেটের পেছনে উইকেট কিপিং করছেন আর বাকি ৯ জন সারা মাঠে ফিল্ডিং করছেন। এঁদের মধ্যে একজন অধিনায়ক হিসেবে মাঠে খেলার নেতৃত্ব দেন। তিনি ফিল্ডিং সাজান ও কোন বোলার কখন বল করবে তাও ঠিক করে দেন। পুরো খেলা পরিচালনা করছেন দুইজন আম্পায়ার। মোট পঞ্চাশ ওভারের খেলা। প্রতি ওভারে ৬টি করে বল করা হয়। ধীর, স্থিরতা ও সহিষ্ণুতা হচ্ছে এই খেলার প্রাণ। নাফিস আগ্রহ নিয়ে খেলাটি উপভোগ করছে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. অনুচ্ছেদটিতে মূলত কী সম্পর্কে বলা হয়েছে?
ক. ফুটবল খেলা খ. ক্রিকেট খেলা গ. হকি খেলা ঘ. কাবাডি খেলা
২. প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে?

ক. ৭ জন খ. ৯ জন গ. ১১ জন ঘ. ১৩ জন
৩. ‘পঞ্চাশ’ শব্দের ‘ঞ্চ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে—
ক. ণ + চ খ. চ + চ গ. ঞ + ঞ ঘ. ঞ + চ
৪. খেলায় সাফল্য লাভের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন—
ক. শারীরিক শক্তি ও সাহস খ. পরিশ্রম ও সাহস গ. ধৈর্য ও সহিষ্ণুতা ঘ. আদর্শ ও জ্ঞান
৫. সবচেয়ে বেশি সময় ধরে খেলা হয় কোনটি?
ক. ফুটবল খ. কাবাডি গ. হকি ঘ. ক্রিকেট।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. (খ) ক্রিকেট খেলা; ২. (গ) ১১ জন; ৩. (ঘ) ঞ + চ;
৪. (গ) ধৈর্য ও সহিষ্ণুতা; ৫. (ঘ) ক্রিকেট।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটির উত্তরপত্রে লেখো:
শব্দ শব্দার্থ শব্দ শব্দার্থ
ক্রিকেট একটি খেলার নামবিশেষ অধিনায়ক দলনেতা
অনুষ্ঠিত সম্পাদিত টুর্নামেন্ট ক্রীড়া প্রতিযোগিতা
ফাইনাল চূড়ান্ত আম্পায়ার বিচারক
(ক) প্রতিবছর আমাদের খেলার মাঠে ক্রিকেট — অনুষ্ঠিত হয়।
(খ) ফুটবল প্রতিযোগিতায় আমাদের গ্রাম আজ — খেলবে।
(গ) বাংলাদেশের বর্তমান ওয়ান ডে ক্রিকেট দলের — মাশরাফি বিন মর্তুজা।
(ঘ) আজ বিকেলবেলা আমাদের মাঠে ফুটবল খেলা — হবে।
(ঙ) — একটি জনপ্রিয় খেলা।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
(ক) টুর্নামেন্ট (খ) ফাইনাল (গ) অধিনায়ক (ঘ) অনুষ্ঠিত (ঙ) ক্রিকেট।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
(ক) ‘ওয়ান ডে’ ক্রিকেট খেলা বলতে কী বোঝায়?
(খ) ক্রিকেট খেলা থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি?
(গ) ক্রিকেট খেলায় আম্পায়ারের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?

৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
ক্রিকেট খেলার একটি সংস্করণ হলো ‘ওয়ান ডে ক্রিকেট’। এই সংস্করণে দুটি দলের প্রতিটি দল ৫০ ওভার করে ব্যাটিং করে থাকে। সাত ঘণ্টার মধ্যে এই খেলা সম্পন্ন হয়। রঙিন পোশাকে এই খেলা অনুষ্ঠিত হয়। ওয়ানডে ক্রিকেট সংস্করণে এক দলের একজন বোলার সর্বোচ্চ দশ ওভার বল করতে পারে। প্রতি ওভারে ছয়টি করে বল করা হয়।
(খ)
ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এই খেলাটি ধৈর্য ধরে খেলতে হয়। এ খেলায় নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে খুব ভালো বোঝাপড়া থাকতে হয়। তাই এ খেলার মাধ্যমে আমরা ধৈর্য, সমঝোতা, সতর্কতা ও দায়িত্বশীলতা সম্পর্কে শিক্ষা লাভ করে থাকি।
(গ)
আম্পায়ার মাঠে ক্রিকেট খেলা পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন। ওভারের প্রতিটি বল তিনি গণনা করেন। আম্পায়ার একজন ব্যাটসম্যানের কোন বলে কত রান হলো এবং বোলারের ওয়াইড বল ও নো বলের সংকেত দেন। খেলার মাঠের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তাঁর। একজন খেলোয়াড় আউট হলে তিনি সংকেত দেন। সুতরাং বলা যায়, ক্রিকেট খেলায় আম্পায়ারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

Post a Comment