বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
একুশের গান
১। ছেলে হারা শত মায়ের কী দিয়ে গড়া একুশে ফেব্রুয়ারি?
ক. রক্ত দিয়ে খ. অশ্রু দিয়ে
গ. ক্রোধের আগুন দিয়ে ঘ. প্রবল ঘৃণা দিয়ে
২। ‘একুশের গান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে?
ক. শাপলা খ. রজনীগন্ধা গ. হাসনাহেনা ঘ. কনকচাঁপা
৩। ‘একুশের গান’ কবিতা অবলম্বনে দিন বদলের ক্রান্তি লগনে কারা পার পাবে না?
ক. পূর্ব পাকিস্তানিরা খ. পশ্চিমা শোষকেরা
গ. ব্রিটিশ শোষকেরা ঘ. দেশের শোষকেরা
৪. ‘একুশের গান’ কবিতায় কবি জেগে উঠতে বলেছেন—
i. নাগিনীদের ii. সোনার ছেলেদের
iii. কালবোশেখীদের
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ. i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৫। ‘একুশের গান’ প্রথম প্রকাশিত হয়—
ক. নীল যমুনা গ্রন্থে খ. একুশে ফেব্রুয়ারি সংকলনে
গ. সুন্দর হে সুন্দর গ্রন্থে ঘ. কৃষ্ণপক্ষ গ্রন্থে
৬। ‘বসুন্ধরা’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত অর্থ হচ্ছে—
ক. বসুমতী খ. পৃথিবী গ. বসুধা ঘ. মেদিনী
৭। ‘গগন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. অন্তরীক্ষ খ. আকাশ গ. নভ ঘ. শূন্য
৮। ‘একুশের গান’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে?
ক. বাঙালির সংগ্রামী চেতনা খ. মুক্তিযুদ্ধের চেতনা
গ. বাঙালির মনোবৃত্তি ঘ. বাঙালির উদ্দেশ্য
৯। ‘ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া’ চরণে অশ্রু বিসর্জন মূলত কিসের জন্য?
ক. শহিদদের স্মরণে খ. পাকিস্তানি বাহিনীর শোষণে
গ. রাষ্ট্রভাষার দাবিতে ঘ. দেশপ্রেমের জন্য
১০। ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি যে চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত করতে চেয়েছেন?
ক. পাকিস্তানিদের শোষণ খ. ভাষার দাবি
গ. ভাষাশহিদদের স্মরণ ঘ. আত্মত্যাগ
১১। ‘দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?’ পার পাবে না, কারণ—
i. শত্রুরা শক্তিহীন হয়ে পড়েছে
ii. শত্রুদের শাস্তি দেবার সময় এসেছে
iii. তরুণ শক্তি জেগে উঠেছে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি—বলতে বোঝানো হয়েছে—
i. একুশের চেতনাকে জাগ্রত করা
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৩। ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’— এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
ক. একাত্তরের মুক্তিযুদ্ধের
খ. বায়ান্নর ভাষা আন্দোলনের
গ. উনসত্তরের গণ-অভ্যুত্থানের
ঘ. নব্বইয়ের গণ-আন্দোলনের
১৪। বাংলাদেশকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. সোনা খ. রুপা গ. তামা ঘ. হীরা
১৫। একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শতশত মা কী হারিয়েছেন?
ক. জমিজমা খ. সন্তান গ. স্বামী ঘ. জীবন
১৬। শিশু হত্যার বিক্ষোভ আজ কাঁপুক বসুন্ধরা।—এই শিশু কারা?
ক. নবজাতকেরা খ. ভাষাশহিদেরা গ. পাকিস্তানিরা ঘ. শাসকেরা
১৭। আঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা?
ক. মুখ খ. স্বভাব গ. গতিবিধি ঘ. কর্মকাণ্ড।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
একুশের গান
১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ
১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক।

Post a Comment