পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর লেখো:

বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে অনেক। এদের নামও ভারি মিষ্টি: তিস্তা, করতোয়া, ইছামতী, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, সাংগু, মাতামুহুরি ইত্যাদি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও খুব চমত্কার: কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, পাতাম, সাম্পান ও ময়ূরপঙ্খি। নদীর বাঁকে বাঁকে জেলেদের গ্রাম। নৌকা আর জাল নিয়ে সারা দিন তারা নদীর বুকে ভেসে বেড়ায় আর মাছ ধরে। পদ্মা-মেঘনায় ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এ দেশের সাগর, নদী, খাল আর বিলে পাওয়া যায় নানা রকমের মাছ। সাগরের মাছের মধ্যে রয়েছে রূপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্যা, ছুরি ও ফাইস্যা মাছ। নদী আর খাল-বিলে পাওয়া যায় রুই, কাতলা, মৃগেল, ভেটকি, ভাঙন, চিতল, বোয়াল, শোল, কৈ, মাগুর, শিং, পাবদা, পুঁটি ও আরও নানা জাতের মাছ। ভাত আর মাছ আমাদের প্রিয় খাবার। এ জন্যই আমরা বলি, ‘মাছে-ভাতে বাঙালি’।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১–৫ = ৫১. পাঠটি কোন বিষয়ের ওপর লেখা?ক. বাংলাদেশের চিরচেনা পরিবেশ খ. বাংলাদেশের মাছগ. বাংলাদেশের নদ-নদী ঘ. বাংলাদেশের প্রকৃতি
২. এ দেশের মানুষের সঙ্গে কার গভীর মিতালি?
ক. সাগরের খ. নদীর গ. গাছগাছালির ঘ. আকাশের
৩. বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে—
ক. অসংখ্য নদী খ. জলাশয় গ. বিল ঘ. সাগর
৪. কোনটি বাংলাদেশের বড় নদী?
ক. সুরমা খ. পদ্মা গ. গড়াই ঘ. সাংগু
৫. কোন মাছ খালে বিলে পাওয়া যায়?
ক. রুই, কাতলা খ. কোরাল গ. ইলিশ ঘ. লইট্যা-রূপচাঁদা।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. গ. বাংলাদেশের নদ-নদী ২. খ. নদীর ৩. ক. অসংখ্য নদী ৪. খ. পদ্মা ৫. ক. রুই, কাতলা।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো: ১–৫ = ৫
শব্দ --শব্দার্থ
মিতালি --বন্ুত্ব
বায়ু --বাতাস
সঙ্গে-- সাথে
অসংখ্য --অগণিত
ভারি-- খুব
ক. সবার — বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত।
খ. বাংলাদেশে নদী আছে—।
গ. বসন্ত ঋতুতে মৃদুমন্দ — বয়ে যায়।
ঘ. নদীর সাথে আমাদের গভীর —।
ঙ. বাংলাদেশের নদ-নদীর নাম — মিষ্টি।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত।
খ. বাংলাদেশে নদী আছে অসংখ্য।
গ. বসন্ত ঋতুতে মৃদুমন্দ বায়ু বয়ে যায়।
ঘ. নদীর সাথে আমাদের গভীর মিতালি।
ঙ. বাংলাদেশের নদ-নদীর নাম ভারি মিষ্টি।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ১–৫ = ৫
ক. বাংলাদেশের চারটি বড় নদ-নদী ও একটি ছোট নদীর নাম লেখো।
খ. ‘নদীর সঙ্গে দেশের মানুষের গভীর মিতালি।’ কথাটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
গ. নদ-নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক কেমন তা পাঁচটি বাক্যে উল্লেখ করো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
বাংলাদেশের চারটি বড় নদ-নদী হচ্ছে— ১. পদ্মা, ২. মেঘনা, ৩. যমুনা ৪. ব্রহ্মপুত্র। বাংলাদেশের একটি ছোট নদী হলো মাতামুহুরি।
(খ)
বাংলাদেশের মানুষ নানা কারণে নদীগুলোর ওপর নির্ভরশীল। শত অসুবিধায়ও এ দেশের মানুষ নদীকে ভালোবাসে। আর নদীর সঙ্গে গড়ে তোলে মিতালি। নদীর তীরে তীরে মানুষ তৈরি করে বাড়িঘর। নদীতে মাছ ধরে, নৌকা দিয়ে মানুষজন পারাপার করে, হাটের জিনিসপত্র আনা-নেওয়া করে। এভাবে যুগ যুগ ধরে এ দেশের মানুষের সঙ্গে নদীর গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এ কারণে বলা হয়েছে, নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি।
(গ)
বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। এসব নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের রয়েছে নাড়ির সম্পর্ক। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এইসব বড় নদী ছাড়াও বাংলাদেশে অনেক ছোট নদীও রয়েছে। এইসব নদী এ দেশের প্রাণ। নদীগুলো বাংলাদেশের মানুষকে প্রকৃত বন্ধুর মতো নানাভাবে সহযোগিতা করে থাকে।

Post a Comment