পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
.# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। কিন্তু সেই পানি বর্তমানে নানাভাবে দূষিত হচ্ছে। জীবের ওপর খারাপ প্রভাব সৃষ্টিকারী যেকোনো উপাদান দ্বারা পানি যদি ব্যবহারের অনুপযোগী হয় তাকে পানিদূষণ বলে। বাংলাদেশের বিভিন্ন নদীর তীরে অজস্র কলকারখানা গড়ে উঠেছে। শিল্প উত্পাদনে নিয়োজিত বিভিন্ন ধরনের কলকারখানায় নানা রকম রাসায়নিক বর্জ্য নিয়মিতভাবে নদীতে ফেলা হচ্ছে। পানিতে ময়লা, বাসাবাড়ির আবর্জনা, কলকারখানার বর্জ্য পদার্থ, নর্দমার ময়লা, কৃষিকাজে ব্যবহূত রাসায়নিক সার ইত্যাদি মিশলে পানি দূষিত হয়। লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেলও পানিদূষণের আরেকটি কারণ। শুধু নদীর পানি নয়, গ্রামের পুকুর, খাল-বিলের পানিও নানা কারণে দূষিত হয়। দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, জন্ডিস, ইত্যাদি রোগ হয়। অনেক সময় মাটির নিচের পানি আর্সেনিকযুক্ত হয়ে পানি দূষিত হয়। এই পানি ব্যবহার করলে চর্মরোগ হয়। দূষিত পানির কারণে জনস্বাস্থ্যের অবনতি ঘটার আশঙ্কা থাকে। পানিদূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ। এই অভিশাপ থেকে পরিত্রাণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. শিল্প-কারখানার জন্য পানি দূষিত হচ্ছে। কারণ—
ক. কালো ধোঁয়া নির্গমন খ. কারখানার শব্দ
গ. কারখানার বর্জ্য মাটিতে পুঁতে ফেলা ঘ. কারখানার বর্জ্য পানিতে ফেলা
২. সাধারণত কোথায় বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে?
ক. দিঘির তীরে খ. খালের তীরে গ. নদীর তীরে ঘ. সাগর তীরে
৩. ‘পানির অপর নাম জীবন’ কারণ—
ক. পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না খ. পানি ছাড়া গোসল করা যায় না
গ. পানি ছাড়া কাপড় ধোয়া যায় না ঘ. পানি ছাড়া রান্না করা যায় না
৪. কোনটি নদীর পানি দূষিত হওয়ার আরেকটি অন্যতম কারণ?
ক. জেলেদের মাছ ধরা খ. নৌযান চলাচল
গ. পানি কমে যাওয়া ঘ. জাহাজ থেকে নির্গত তেল
৫. কোনটি আধুনিক সভ্যতার এক অভিশাপ?
ক. শব্দদূষণ খ. মাটিদূষণ গ. পানিদূষণ ঘ. বায়ুদূষণ।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. ঘ. কলকারখানার বর্জ্য পানিতে ফেলা ২. গ. নদীর তীরে ৩. ক. পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না ৪. ঘ. জাহাজ থেকে নির্গত তেল ৫. গ. পানিদূষণ।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ --শব্দার্থ
দূষিত-- কলুষিত
অজস্র-- অনেক
নিক্ষিপ্ত-- ছুড়ে ফেলা হয়েছে এমন
পরিত্রাণ --মুক্তি
আশঙ্কা-- সন্দেহ
ক. বর্ষাকালে পদ্মা নদীতে — ইলিশ ধরা পড়ে।
খ. পানিদূষণের অভিশাপ থেকে আমাদের — পেতে হবে।
গ. আজ ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার — আছে।
ঘ. কলকারখানার কালো ধোঁয়া বায়ু — করে।
ঙ. নদীগর্ভে — বর্জ্য পানি দূষিত করে।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. অজস্র খ. পরিত্রাণ গ. আশঙ্কা ঘ. দূষিত ঙ. নিক্ষিপ্ত।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. নদীর পানি দূষিত হচ্ছে কেন?
খ. দূষিত পানি মানুষের কী ক্ষতি করে?
গ. ‘পানির অপর নাম জীবন’—বলতে তুমি কী বোঝ?
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
নদীর সঙ্গে আমাদের জীবনের গভীর সম্পর্ক। অথচ এখন প্রতিনিয়ত নদীর পানি দূষিত হচ্ছে। নদীর তীরে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য পদার্থ মিশে নদীর পানি দূষিত হচ্ছে। গৃহস্থালি ও বিভিন্ন আবর্জনা নদীতে ফেলা হচ্ছে বলে পানি ব্যবহারের উপযোগিতা হারাচ্ছে। এ ছাড়া লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেল নদীতে পড়েও পানিদূষণ ঘটছে।
(খ)
দূষিত পানি মানুষের জন্য খুব ক্ষতিকর। দূষিত পানি পান করলে মানুষ আমাশয়, টাইফয়েড, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া পেটের ব্যথা ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে।
(গ)
পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। পানি ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণীই বেঁচে থাকতে পারে না। জীবনের জন্য পানি অবশ্যই প্রয়োজনীয়। তবে সেই পানি বিশুদ্ধ হওয়া প্রয়োজন। দূষিত পানি জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন।
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
.# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। কিন্তু সেই পানি বর্তমানে নানাভাবে দূষিত হচ্ছে। জীবের ওপর খারাপ প্রভাব সৃষ্টিকারী যেকোনো উপাদান দ্বারা পানি যদি ব্যবহারের অনুপযোগী হয় তাকে পানিদূষণ বলে। বাংলাদেশের বিভিন্ন নদীর তীরে অজস্র কলকারখানা গড়ে উঠেছে। শিল্প উত্পাদনে নিয়োজিত বিভিন্ন ধরনের কলকারখানায় নানা রকম রাসায়নিক বর্জ্য নিয়মিতভাবে নদীতে ফেলা হচ্ছে। পানিতে ময়লা, বাসাবাড়ির আবর্জনা, কলকারখানার বর্জ্য পদার্থ, নর্দমার ময়লা, কৃষিকাজে ব্যবহূত রাসায়নিক সার ইত্যাদি মিশলে পানি দূষিত হয়। লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেলও পানিদূষণের আরেকটি কারণ। শুধু নদীর পানি নয়, গ্রামের পুকুর, খাল-বিলের পানিও নানা কারণে দূষিত হয়। দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, জন্ডিস, ইত্যাদি রোগ হয়। অনেক সময় মাটির নিচের পানি আর্সেনিকযুক্ত হয়ে পানি দূষিত হয়। এই পানি ব্যবহার করলে চর্মরোগ হয়। দূষিত পানির কারণে জনস্বাস্থ্যের অবনতি ঘটার আশঙ্কা থাকে। পানিদূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ। এই অভিশাপ থেকে পরিত্রাণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. শিল্প-কারখানার জন্য পানি দূষিত হচ্ছে। কারণ—
ক. কালো ধোঁয়া নির্গমন খ. কারখানার শব্দ
গ. কারখানার বর্জ্য মাটিতে পুঁতে ফেলা ঘ. কারখানার বর্জ্য পানিতে ফেলা
২. সাধারণত কোথায় বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে?
ক. দিঘির তীরে খ. খালের তীরে গ. নদীর তীরে ঘ. সাগর তীরে
৩. ‘পানির অপর নাম জীবন’ কারণ—
ক. পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না খ. পানি ছাড়া গোসল করা যায় না
গ. পানি ছাড়া কাপড় ধোয়া যায় না ঘ. পানি ছাড়া রান্না করা যায় না
৪. কোনটি নদীর পানি দূষিত হওয়ার আরেকটি অন্যতম কারণ?
ক. জেলেদের মাছ ধরা খ. নৌযান চলাচল
গ. পানি কমে যাওয়া ঘ. জাহাজ থেকে নির্গত তেল
৫. কোনটি আধুনিক সভ্যতার এক অভিশাপ?
ক. শব্দদূষণ খ. মাটিদূষণ গ. পানিদূষণ ঘ. বায়ুদূষণ।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. ঘ. কলকারখানার বর্জ্য পানিতে ফেলা ২. গ. নদীর তীরে ৩. ক. পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না ৪. ঘ. জাহাজ থেকে নির্গত তেল ৫. গ. পানিদূষণ।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ --শব্দার্থ
দূষিত-- কলুষিত
অজস্র-- অনেক
নিক্ষিপ্ত-- ছুড়ে ফেলা হয়েছে এমন
পরিত্রাণ --মুক্তি
আশঙ্কা-- সন্দেহ
ক. বর্ষাকালে পদ্মা নদীতে — ইলিশ ধরা পড়ে।
খ. পানিদূষণের অভিশাপ থেকে আমাদের — পেতে হবে।
গ. আজ ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার — আছে।
ঘ. কলকারখানার কালো ধোঁয়া বায়ু — করে।
ঙ. নদীগর্ভে — বর্জ্য পানি দূষিত করে।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. অজস্র খ. পরিত্রাণ গ. আশঙ্কা ঘ. দূষিত ঙ. নিক্ষিপ্ত।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. নদীর পানি দূষিত হচ্ছে কেন?
খ. দূষিত পানি মানুষের কী ক্ষতি করে?
গ. ‘পানির অপর নাম জীবন’—বলতে তুমি কী বোঝ?
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
নদীর সঙ্গে আমাদের জীবনের গভীর সম্পর্ক। অথচ এখন প্রতিনিয়ত নদীর পানি দূষিত হচ্ছে। নদীর তীরে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য পদার্থ মিশে নদীর পানি দূষিত হচ্ছে। গৃহস্থালি ও বিভিন্ন আবর্জনা নদীতে ফেলা হচ্ছে বলে পানি ব্যবহারের উপযোগিতা হারাচ্ছে। এ ছাড়া লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেল নদীতে পড়েও পানিদূষণ ঘটছে।
(খ)
দূষিত পানি মানুষের জন্য খুব ক্ষতিকর। দূষিত পানি পান করলে মানুষ আমাশয়, টাইফয়েড, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া পেটের ব্যথা ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে।
(গ)
পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। পানি ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণীই বেঁচে থাকতে পারে না। জীবনের জন্য পানি অবশ্যই প্রয়োজনীয়। তবে সেই পানি বিশুদ্ধ হওয়া প্রয়োজন। দূষিত পানি জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন।
Post a Comment